নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা মহানগরীতে ভোক্তাসাধারণের স্বার্থ রক্ষায় জেলা প্রশাসন ও বিএসটিআই-এর যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তিনটি পেট্রোল পাম্পকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৮ মে) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে দেখা যায়, মেসার্স নাঈমুল ফিলিং স্টেশন এন্ড এলপিজি, আলেখারচর, আদর্শ সদর, কুমিল্লা পাম্পে প্রতি ১০ লিটারে গড়ে ৪৫ মিলিলিটার জ্বালানি তেল কম সরবরাহ করা হচ্ছে। ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি, সংশ্লিষ্ট ডিসপেন্সিং ইউনিট থেকে তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে আরও দুটি প্রতিষ্ঠান, মেসার্স ময়নামতি ভিউ (আলেখারচর, আদর্শ সদর, কুমিল্লা) এবং মেসার্স মুন হাইওয়ে ফিলিং স্টেশন (পদুয়ার বাজার, কুমিল্লা)–কে বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই জ্বালানি তেল বিক্রির দায়ে যথাক্রমে ২০ হাজার এবং ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ—জনাব শাহীন আক্তার শিফা, জনাব ফরিদুল ইসলাম ও জনাব মো. আসিফুল হক। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট্রোলজি) জনাব মো. লুৎফর রহমান এবং জনাব আরিফ উদ্দিন প্রিয়।
বিএসটিআই সূত্র জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।