ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দিনভর একটানা বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে কুমিল্লা জেলা-উপজেলার জনজীবন। সকাল থেকেই এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পরছে। যা শুরু হয়েছিল গত রোববার রাতে। এদিকে বৃষ্টির কারণে বাধাগ্রস্থ হচ্ছে মানুষের স্বাভাবিক জনজীবন। বিশেষ করে বেকায়দায় পরেছেন নিন্ম আয়ের দিনমজুর মানুষেরা। রিকশা, অটো-রিকশাচালকসহ শ্রমজীবি মানুষরা বৃষ্টিতে ভিজেই তাদের আহারের জোগার করছেন।
সারাদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। রাতেও থেমে থেমে বৃষ্টি হবে। মঙ্গলবার বৃষ্টিপাত না হলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টি শেষ হলেই শীত জেঁকে বসবে।