রুহুল আমিন চৌধুরী সুমন,
কুমিল্লার লাকসাম উপজেলায় প্রেমিকের সন্ধানে বের হয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করে মঙ্গলবার (১৭ জুন) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—লাকসাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেয়ারাপুর দক্ষিণপাড়ার আবুল বশরের ছেলে এনায়েত রহমান সাক্কু (১৯), বড়তুপা গ্রামের মকবুল হোসেনের ছেলে সাগর (২৬) এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার চরকাওনা গ্রামের বাদলের ছেলে স্বপন মিয়া (২১)।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৮ জুন সন্ধ্যায় প্রেমিকের খোঁজে লাকসাম বাজারে যান ভুক্তভোগী তরুণী। সেখানে তার পরিচয় হয় এনায়েত রহমান সাক্কু নামের এক অটোরিকশা চালকের সঙ্গে। পরে সাক্কুর সহায়তায় প্রেমিককে খুঁজতে থাকেন তিনি। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলে তারা লাকসাম রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে একটি সিঁড়িতে বসেন।
সেখানে হঠাৎ তিন যুবক তাদের উত্যক্ত করতে শুরু করে। উত্তেজনা এড়াতে সাক্কু নিজেকে ওই তরুণীর স্বামী পরিচয় দেন। এরপর যুবকরা তাদের ভোর সাড়ে ৪টা পর্যন্ত স্টেশন এলাকায় বসিয়ে রাখে। এক পর্যায়ে সাক্কু জানান, তিনি ওই তরুণীর কেউ নন। এরপর সাক্কুসহ তিন যুবক তরুণীকে রেললাইনের পাশে একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
ঘটনার পর তরুণী পুলিশকে জানালে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ডাক্তারি পরীক্ষার জন্য। পরে ভুক্তভোগীর মামাতো ভাই বাদী হয়ে সোমবার (১৬ জুন) রাতে চারজনকে আসামি করে লাকসাম থানায় মামলা করেন। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এনায়েত, সাগর ও স্বপনকে গ্রেপ্তার করে।
ওসি নাজনীন সুলতানা জানান, ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আরেক আসামি খোরশেদ (২৬)-কে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।