কুমিল্লার অপরাধ জগতে আলোচনার কেন্দ্রে থাকা যুবলীগ নেতা আনোয়ার হোসেন সুমন, যার বিরুদ্ধে রয়েছে হত্যা, মাদক, অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলা। দীর্ঘদিন পলাতক সাবেক এমপি বাহারের আর্শীবাদ পুষ্ট হয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধ কার্যক্রম চালালেও, এবার তার অপকর্মের নেপথ্যের ভয়ংকর তথ্য প্রকাশ পেয়েছে।
স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, সুমন কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও হরিপদ সাহা হত্যা মামলার অন্যতম আসামি। ২০২১ সালের ২২ নভেম্বর, কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহাকে তার কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা হয়, যেখানে সুমন চার নম্বর আসামি হিসেবে চিহ্নিত হন।
এছাড়া, রানা নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করার অভিযোগ রয়েছে, যেখানে সুমন ও তার সহযোগীদের নাম উঠে আসে। পুলিশ আসামিদের ধরতে গেলে সুমনের পরিবারের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ হয়, যেখানে দুইজন পুলিশ পরিদর্শক আহত হন।
সর্বশেষ, ১ জুন কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ আহম্মেদ এর উপর হামলার অভিযোগ উঠে। তিনি থানায় অভিযোগ দায়ের করলে, স্থানীয় রাজনৈতিক নেতাদের হুমকির মুখে তা প্রত্যাহার করতে বাধ্য হন।
এছাড়া, বৌ বাজারের ব্যবসায়ী মোঃ রাজিবকে পিটিয়ে আহত করে খালে ফেলে হত্যার চেষ্টা করা হয়। জমি কেনাবেচা, বাড়ি নির্মাণ ও সীমান্ত এলাকায় অস্ত্র ব্যবসার সাথে সুমন বাহিনী জড়িত বলে অভিযোগ রয়েছে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, সুমনের বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।