কুমিল্লায় স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র আবারও দুর্বৃত্তদের আক্রমণের শিকার হয়েছেন। সন্ত্রাসীদের এজহারভুক্ত মাত্র দুই জনকে পুলিশ সনাক্ত করতে পেরেছে, বাকিরা এখনও পলাতক। এতে তার জীবন নিয়ে শঙ্কা বেড়েছে।
মওদুদ শুভ্র জানান, সন্ত্রাসীরা তার স্ত্রীকে এসিড মারার হুমকি দেওয়ায় তার কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছে। এছাড়া তার ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইমো হ্যাকিং করে বিভ্রান্তি ও গুজব ছড়ানো হচ্ছে।
তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার বাসার সামনে এসে অস্ত্র দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং মামলা প্রত্যাহার করতে আল্টিমেটাম দেয়।
**আক্রমণ ও হামলার বিবরণ:**
মওদুদ শুভ্র জানান, অফিসে যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে হামলা করে গুরুতর আহত করে। এরপর হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এছাড়া ১৪ নভেম্বর রাতে সন্ত্রাসীরা টিক্কচর ব্রিজ অতিক্রম করার সময় তার ওপর হামলা চালায় এবং মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেয়।
**দ্রুত বিচার আইনে মামলা:**
২০২৪ সালের ১৯ আগস্ট মওদুদ শুভ্র দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। কুমিল্লা জেলা পিবিআইয়ের ইন্সপেক্টর মোসলেহ উদ্দিন মামলার সত্যতা পাওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের প্রক্রিয়ায় রয়েছেন।
**নিরাপত্তা এবং আইনি সহায়তা:**
মওদুদ শুভ্র কুমিল্লা জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র্যাব ১১ কোম্পানি কমান্ডারসহ বিভিন্ন প্রশাসনিক মহলে অভিযোগ দায়ের করেছেন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
**অবিরাম হুমকি:**
কুমিল্লা জজকোর্টের আইনজীবী সৈয়দ আল ইমরান পাশা জানান, মওদুদ শুভ্রর পরিবারকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে এবং সন্ত্রাসীরা বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে তাকে অনুসরণ করছে। এসআই খাজু মিয়া জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
**মানবাধিকার কর্মী মওদুদ শুভ্রর প্রার্থনা:**
মওদুদ আবদুল্লাহ শুভ্র দ্রুত গ্রেফতার এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট সাহায্য প্রার্থনা করেছেন।