মহানগর প্রতিনিধি
কুমিল্লায় দুই লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে এক সাংবাদিকের উপর হামলা চালিয়েছে এক চাঁদাবাজ। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ নগরীর গোবিন্দপুর এলাকা থেকে সাইফুল ইসলাম ওরফে তন্ময় চৌধুরী (৪৯) নামে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সাইফুল নগরীর শাকতলা এলাকার মৃত আবুল হাশেমের ছেলে।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সাইফুল নিজেকে ‘ওয়ার্ল্ড ভিউ ট্যুরস্ এণ্ড ভিসা কনসালটেন্সি’ নামে একটি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর পরিচয়ে বিভিন্ন দেশে শিক্ষার্থী ও কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিল।
এক পর্যায়ে সাইফুল একই এলাকার বাসিন্দা সাংবাদিক কাজী মীর আহমেদ মীরুর ছেলেকে কানাডায় পাঠানোর প্রস্তাব দেন। সাংবাদিক অনুসন্ধান করে জানতে পারেন, সাইফুলের কোনো বৈধ অফিস বা প্রতিষ্ঠান নেই এবং সে সামাজিক মাধ্যমে ভুয়া প্রচারণা চালিয়ে মানুষকে প্রতারিত করে। প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত সাইফুল ওই সাংবাদিককে নানাভাবে হুমকি দিতে থাকে।
গত ৪ জুন সন্ধ্যায় নগরীর টমছমব্রিজ এলাকায় সাইফুল কয়েকজন অজ্ঞাত সহযোগীসহ সাংবাদিকের পথরোধ করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। সাংবাদিক চাঁদা দিতে অস্বীকার করলে সাইফুল ও তার সঙ্গীরা তাকে কিল-ঘুষি মেরে আহত করে এবং এক পর্যায়ে মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। সাংবাদিকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সাইফুল পালিয়ে যায়।
এ ঘটনায় আহত সাংবাদিক কাজী মীর আহমেদ মীরু কোতোয়ালি মডেল থানায় সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নম্বর অনুযায়ী, দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৩৮৫, ৫০০ ও ৫০৬(২) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
থানার ওসি মহিনুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেফতার করে। শুক্রবার (৬ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।