র্যাব ১১ সিপিসি-২ এর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এই অভিযানে ১৮ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, যেখানে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
র্যাব একটি প্রতিষ্ঠা, যা সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে। জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব ১১, সিপিসি-২ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখের রাতে, র-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ অভিযানে আসামী মোঃ আমির হোসেন (আমির (৪৯)) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ সময় আসামীর হেফাজতে ১৮ কেজি গাঁজা এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১ টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।