কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন পদুয়ার বাজার সংলগ্ন কচুয়া চৌমুহনী নার্সারীর সামনে গত ৪ ফেব্রুয়ারি ভোর ৪টায় মোঃ মোফাজ্জল হোসেন অভি ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তাকে দেশীয় অস্ত্রের আঘাতের ভীতি দেখিয়ে দুটি মোবাইল ফোন (আইফোন ১৪ প্রো ম্যাক্স, ভিভো ওয়াই ১৯) এবং তার সাথে থাকা নগদ ৭৫,০০০ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর, বাদী মোফাজ্জল হোসেন সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন, মামলা নং-১৪, তারিখ-১২/০২/২০২৫, ধারা-৩৯২ পেনাল কোড।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই গনেশ চন্দ্র শীল, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সদর দক্ষিণ সার্কেল এর দিক নির্দেশনায় অভিযান চালিয়ে কুমিল্লা জেলার কোতয়ালী থানা এলাকা থেকে তিন দূর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো:
ধর্মপুর উত্তর বাড়ি, পিতা- শাহিন মিয়া, ফয়সাল আহাম্মেদ পাভেল (২০)
ধর্মপুর, পশ্চিম চৌমুহনী, পিতা- আলেক মিয়া, মোঃ শান্ত (২৫)
ধর্মপুর, পিতা- রফিক মিয়া প্রঃ কালা রফিক, বিল্লাল হোসেন চারু (৩২)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স এবং ছিনতাই কাজে ব্যবহৃত নাম্বারবিহীন একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ এই সিএনজি ব্যবহার করে কুমিল্লা বিশ্বরোড, কোটবাড়ি বিশ্বরোড, কচুয়া চৌমুহনী এলাকায় গভীর রাত্রে বিভিন্ন যাত্রীদের অস্ত্রের ভীতি দেখিয়ে মোবাইল ফোন, টাকা-পয়সা, স্বর্ণলঙ্কার ছিনতাই করতো।
গ্রেফতারকৃতরা দূর্ধর্ষ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। বিল্লাল হোসেন চারুর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং ফয়সাল আহাম্মেদ পাভেলের বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, “এসপি মহোদয়ের দিক নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এধরণের অভিযান অব্যাহত থাকবে।”