নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অধীনস্থ শ্রমিক উইং-এর কুমিল্লা জেলা কো-অর্ডিনেশন কমিটির আংশিক অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। শনিবার (২২ জুন) কেন্দ্রীয় কার্যালয় থেকে স্বাক্ষরিত এক পত্রে এ অনুমোদন প্রদান করা হয়। আগামী তিন (৩) মাসের জন্য এই কমিটি কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
কমিটির অনুমোদিত পত্রে ফজলে এলাহী রুবেল-কে সমন্বয়কারী এবং আবির হোসেন, মাসুদ রানা, মোঃ আব্দুল মজিদ, সাইফুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, ও মোঃ মাসুদ-কে যুগ্ম-সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
শাহীন আলম সরকার, কিশোর পাল, সূর্য সিংহ মধুয়া, ওবায়দুল হক মুকুল, উজ্জ্বল আলম, মোঃ শহিদুল আফিদ, মানিকুল হক চৌধুরী, সাবির হোসেন, মোঃ মকবুল, ইমরান হোসেন, মিনহাজুল ইসলাম, নাসিরুল ইসলাম, আবেদিন হোসেন, ফজলে করিম সানি, ইয়াসিন মিয়া ও ইমরান হোসেন,মোঃ ইব্রাহিম হোসেন,মোঃ জুয়েল মিয়া,মোঃ মাইন উদ্দিন সুজন আহমেদ,মোঃ সাজ্জাদ হোসেন,শামিমা আকতার (খুকি),মোঃ নাইম হোসেন,মোঃ রায়হান,ইয়াসিন আরাফাত অন্তর, আব্দুর রহমান,মোঃ রিপন আহমেদ,শেখ সাদী,মোঃ আশরাফুল আলম,আরিফ আহমেদ,মোঃ রাকিবুল হাসান জোনায়েদ,মোঃ সজিব হোসেন,মোঃ অলিউল্লাহ,মোঃ ইউনুস,মামুন অর রশিদ,মোঃ মেহেদী হাসান,মোঃ হান্নান,মোঃ সাকিব,মোঃ ওমর ফারুক,ইলিয়াস হোসেন রনি
কমিটিতে স্বাক্ষর করেছেন শ্রমিক উইং-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাহবুবুল ইসলাম কবির, এনামুল হক, আনিছুর রহমান ও মানিক মিয়া (এনসিপি)।
নেতৃবৃন্দ জানান, এই কমিটি আগামী দিনে শ্রমিকদের অধিকার আদায়ে ও সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করবে। সংগঠনের গঠনমূলক কার্যক্রমকে বেগবান করাই হবে নতুন কমিটির মূল লক্ষ্য।