কুমিল্লা পলিটেকনিক প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার উদ্যোগে ‘ঈদ শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঈদের দিন ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়া এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
প্রতি বছর অনেক শিক্ষার্থী একাডেমিক ব্যস্ততা, পারিবারিক অসুবিধা কিংবা দূরবর্তী এলাকা থেকে আগমনের কারণে ঈদের দিন পরিবার-পরিজনের সাথে সময় কাটাতে পারেন না। এসব শিক্ষার্থীদের জন্য ঈদের আনন্দঘন পরিবেশ তৈরি করতেই এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভিন্ন ধর্মালম্বী শিক্ষার্থীদের কথাও বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয় এবং তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা রাখা হয়।
অনুষ্ঠান সম্পর্কে ছাত্রশিবির কুমিল্লা পলিটেকনিক শাখার সভাপতি রুহুল আমিন বলেন,
“অনেক শিক্ষার্থী নানা কারণে হল বা মেসে অবস্থান করে ঈদের দিন পরিবারের কাছে ফিরতে পারে না। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে এবং সবার মাঝে সৌহার্দ্য ও ভালোবাসার পরিবেশ সৃষ্টি করতেই আমাদের এই আয়োজন। আমরা হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদেরও এই আয়োজনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছি এবং তাদের জন্য আলাদা ব্যবস্থা রেখেছি।”
আয়োজকরা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে বন্ধন সুদৃঢ় করবে, পারস্পরিক সহমর্মিতা বাড়াবে এবং ইসলামী মূল্যবোধের চর্চাকে আরও উৎসাহিত করবে।