কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাশারীপট্টি এলাকায় মাদক কারবারিদের হামলার ঘটনায় কুমিল্লা প্রেসক্লাব তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। প্রেসক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুক ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান এক যৌথ বিবৃতিতে বলেন, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
প্রেসক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুক বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে না পারলে আমরা মানববন্ধনসহ কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো।” তিনি আরও বলেন, “এ ধরনের হামলা সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার ওপর আঘাত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, “মাদক কারবারিদের এমন তাণ্ডব কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় কাশারীপট্টি এলাকায় মাদক কারবারিরা সাংবাদিকের বাড়িসহ অন্তত ২০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং রাহাত হোসেন জয় নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর আহত করে।