কুমিল্লা মহানগরীর নেউরা এলাকায় ব্যবসায়ী শাহ আলম কে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে, থিরা পুকুর পাড় এলাকাবাসী বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ ঘটিকার সময় কুমিল্লা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে। নিহত শাহ আলমের বড় ভাই এবং কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি দলমত নির্বিশেষে সবাইকে এই মানববন্ধনে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বিশেষভাবে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের এই মানববন্ধনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন। এই ঘটনায় সমগ্র এলাকাবাসী গভীর শোক ও ক্ষোভের মধ্যে আছেন। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য মো: জসিম উদ্দিনের মোবাইল নম্বর 01711002245 প্রদান করা হয়েছে।
এই মানববন্ধনের মাধ্যমে এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত ঘটনার তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন। সকলের প্রতি এই মানববন্ধনে সম্পৃক্ত হয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখার আহ্বান জানানো হচ্ছে।