কুমিল্লা মহানগর যুবদলের ১৩ নং ওয়ার্ড যুবদলের (আংশিক) কমিটি অনুমোদিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক ফয়সাল উর রহমান পাভেল এবং সদস্য সচিব রোমান হাসান শনিবার (৮ ফেব্রুয়ারি) কর্মীসভা ও পরবর্তীতে দীর্ঘ যাচাই-বাছাই শেষে কমিটির সভাপতি হিসেবে খায়রুল আনম কনক এবং সাধারণ সম্পাদক হিসেবে আলমাস আহমেদকে ঘোষণা করেন।
যুবদলের মূলনীতি ও আদর্শ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মূলনীতি ও আদর্শ হল স্বাধীনতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি স্বনির্ভর ও সামর্থ্যবান বাংলাদেশ গড়ে তোলা। যুবদলের সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে দেশের সেবা ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদল সদস্যদের উদ্দীপিত করে বলেছেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যুবদলকে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কাজ করতে হবে। ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যুবদলের সদস্যরা ঐক্যবদ্ধ থেকে জাতির সেবায় অবদান রাখবে।”
পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে সভাপতি খায়রুল আনম কনক এবং সাধারণ সম্পাদক আলমাস আহমেদ জানিয়েছেন, মহানগর আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক যাচাই-বাছাই শেষে অন্যদের কমিটির অন্তর্ভুক্ত করা হবে। বুধবার (১২ ফেব্রুয়ারি) যুগ্ম আহ্বায়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মোঃ শরীফুর রহমান শরীফ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।