কুমিল্লা মহানগর ১৩ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা শনিবার সন্ধ্যা ৭ টায় থিরাপুকুর পাড় এলাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল হাসান রাব্বু। জমকালো ও আনন্দঘন পরিবেশে পালিত হয় ১৩ নং ওয়ার্ড যুবদলের এই কর্মীসভা।
সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সাল উর রহমান পাভেল। প্রধান অতিথি ছিলেন ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি রাজিউর রহমান রাজিব। প্রধান বক্তা ছিলেন যুবদলের সদস্য সচিব রোমান হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম ছোটন, আরিফুর রহমান রনি ও আলমাস আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলী দুলাল, বিএনপি নেতা মোঃ আব্দুল হালিম, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান মজুমদার, মোঃ শরিফুর রহমান শরিফ, যুবদল নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত হীরা, তোফায়েল হোসেন কাউছার, মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন এবং অন্যান্য বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সন্ধ্যা হওয়ার সাথে সাথে ১৩ নং ওয়ার্ডের বিভিন্ন ব্লক থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেন ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা। মিছিল আসতে আসতে কর্মীদের উপস্থিতি সভাস্থলের জায়গা ছাড়িয়ে যায়। এই কর্মীসভায় হাজারো নেতা-কর্মীদের ঢল নামে, যা অন্যান্য ওয়ার্ড কর্মী সভার চেয়ে অনন্য এক উদাহরণ সৃষ্টি করে। এর সম্পূর্ণ কৃতিত্ব যায় কর্মী সভার সভাপতি, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল হাসান রাব্বু’র কাছে। তিনি তার নেতৃত্বে আলোক সজ্জিত করেন থিরাপুকুর পাড় এলাকা। অতিথিদের ফুল দিয়ে বরন করার পাশাপাশি আতশবাজি ফোটিয়ে আনন্দ উদযাপন করা হয়।
এ বিষয়ে বদরুল হাসান রাব্বু বলেন, “আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করছি। দলের যেকোনো প্রোগ্রাম আমার কাছে সন্তানের মতো। আমি সর্বদা চেষ্টা করি একটি সুশৃঙ্খল প্রোগ্রাম নেতা-কর্মীদের উপহার দিতে।”
বক্তারা বলেন, “রাব্বুর দায়িত্বের প্রোগ্রাম মানেই উচ্ছ্বাস এবং সুশৃঙ্খলতা। আমরা তার সফলতা কামনা করি।”
অনুষ্ঠান শেষে রাব্বুর অনুসারীরা নেচে গেয়ে পুরো পরিবেশটি মুখরিত রাখে।