কুমিল্লা মহানগর ১৪ নং ওয়ার্ড বিএনপির কমিটি অপসারণ করার দাবিতে ফুঁসে উঠেছে ত্যাগী নেতা-কর্মীরা। রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় কুমিল্লা মহানগর যুবদলের দপ্তর সম্পাদক মোঃ শরিফুর রহমান শরিফ তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন অভিযোগ করে বলেন, এক সময়ের প্রভাবশালী জাতীয় পার্টির নেতা সেলিম খান ১৪ নং ওয়ার্ডে ফাঁকা মাঠে কাউন্সিলর নির্বাচিত হন। বিগত সময়ে কোতয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজ্বী আবদুস সালাম মাসুক সাহেবের সাথে রাজনৈতিক বিরোধ প্রকট হলে সেলিম খান গত বিএনপির আমলে মুরাদপুরের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। মাসুক সাহেবের উপর প্রতিশোধ নিতে হাজ্বী আমিনুর রশিদ ইয়াছিন ভাইয়ের হাত ধরে বিএনপিতে যোগদান করেন তিনি।
এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেলিম খানের কাউন্সিলর পদ নিয়ে আওয়ামী লীগের সাথে বিরোধ তৈরি হয়। বিএনপি ও আওয়ামী লীগের কোনো বিরোধের জেরে সেলিম খান কোনঠাসা ছিলেন না। সেলিম খানের ব্যক্তি বিরোধকে রাজনৈতিক বিরোধ দেখিয়ে বিএনপি থেকে সুবিধা নিতে মরিয়া হয়ে উঠেন। সেলিম খান যদি দলীয় সিদ্ধান্ত মেনে নিতেন তাহলে দলের বাহিরে গিয়ে কাউন্সিলর নির্বাচন করে দল থেকে বহিষ্কার হতেন না।
নিজে দল থেকে বহিষ্কার হওয়ার পর কৌশলে নিজ সন্তান সোহেল খান, যার রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে বিগত দিনে সক্রিয়তা ছিলো না, তাকে দলের মধ্যে প্রবেশ করান। সেলিম খান দাবি করছেন দলের জন্য সোহেল খানের বহু ত্যাগ রয়েছে। স্থানীয় ত্যাগী বিএনপি নেতারা বলেন, তার তো মাত্র ছাত্রদল করার বয়স, বিএনপির মূল দলে মূল্যায়ন করে প্রবীণ ও সিনিয়র বিএনপিকে অপমান করা হয়েছে।
স্থানীয়রা অনতিবিলম্বে উক্ত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।