1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীর দুর্নীতি : দুদকের মামলা সত্ত্বেও পদোন্নতি - দৈনিক কুমিল্লার ডাক
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
চৌদ্দগ্রামে ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের নবগঠিত গভর্নিং বডি’র প্রথম সভা অনুষ্ঠিত বৃদ্ধি পাচ্ছে গোমতী নদীর পানি , সকলকে সতর্ক থাকার আহবান মুরাদনগরে গণপিটুনিতে মা-মেয়ে সহ তিনজনকে হত্যা: গ্রেপ্তার ৮ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর শিক্ষার্থী তাসফির আত্মহত্যা ঘিরে উত্তাল কুমিল্লা কালেক্টরেট স্কুল সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বিচার দাবি টানা বর্ষণে কুমিল্লা শহরে চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ চৌদ্দগ্রামে মহাসড়কে পিকআপে আগুন লেগে ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি চৌদ্দগ্রামে মাদক কারবারিদের হামলায় আহত ২, থানায় অভিযোগ শিরোনাম: বাঞ্ছারামপুরে বিশ্ব মানবাধিকার সংস্থার নতুন সদস্যদের কার্ড বিতরণ অনুষ্ঠিত বুড়িচংয়ে  ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুইটি রাইস মিলকে  ৬০ হাজার টাকা জরিমানা দাউদকান্দিতে ডেঙ্গু আক্রান্তে আরো একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৩ 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীর দুর্নীতি : দুদকের মামলা সত্ত্বেও পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক :
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৩২০১ Time View

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের এক কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ প্রমাণিত হলেও, ওই কর্মচারী মো. আবুল খায়েরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
অভিযুক্ত কর্মচারী: মো. আবুল খায়ের, কুমেক হাসপাতালের হিসাবরক্ষক, এর আগে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর ছিলেন। তিনি কুমিল্লার আদর্শ সদর উপজেলার কুচাইতলি এলাকার আব্দুল হান্নানের ছেলে।
দুর্নীতির অভিযোগ: ২০১৯ সালের ১৯ মে ও ৭ আগস্ট কুমেক হাসপাতালের সাবেক পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী আবুল খায়েরকে দুর্নীতির অভিযোগে কারণ দর্শানোর চিঠি দেন। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ২৩ সেপ্টেম্বর আবুল খায়েরকে বদলিসহ বিভাগীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু অজ্ঞাত কারণে সেই নির্দেশ কার্যকর হয়নি এবং তিনি পদোন্নতি পান।
দুদকের মামলা: ২০২৩ সালের ১০ অক্টোবর ১০ লাখ ৬৫ হাজার ৫৬৬ টাকা দুর্নীতির অভিযোগে মো. আবুল খায়েরের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদক কর্মকর্তা সিদ্দিকুর রহমান রুবেল মামলাটি দায়ের করেন। মামলার পর ২০২৩ সালের ২০ ডিসেম্বর কুমেক হাসপাতালের পরিচালক বরাবর একটি নথি আসে, যেখানে আবুল খায়েরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। কিন্তু ব্যবস্থা গ্রহণ না করে তাকে পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতি: ২০২৪ সালের ১০ আগস্ট আবুল খায়েরকে পদোন্নতি দিয়ে একটি অফিস আদেশ জারি করেন হাসপাতালের তৎকালীন পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি। তিনি জানান, শূন্য পদ থাকায় তাকে সাময়িক কাজ করতে বলা হয়েছিল এবং দুদকের মামলার বিষয়ে তিনি জানতেন না।
প্রতিক্রিয়া: কুমেক হাসপাতালের বর্তমান পরিচালক ডা. মো. মাসুদ পারভেজ বলেন, “আবুল খায়েরের বিরুদ্ধে দুদকের মামলার বিষয়টি জানি। কীভাবে পূর্বের কর্মকর্তা এই চেয়ারে দিয়ে গেছেন জানি না। এই বিষয়টি আমরা দেখবো।”
অভিযুক্তের প্রতিক্রিয়া: অভিযুক্ত হিসাবরক্ষক আবুল খায়েরের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি এবং মেসেজ দিলেও কোনো প্রতিউত্তর পাওয়া যায়নি।
এই ঘটনা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক দুর্বলতা এবং দুর্নীতি দমন কমিশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com