রোববার (১৭ নভেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শত শত রোগী চিকিৎসার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বাধ্য হন। সকাল ৯টায় বহি:বিভাগে গিয়ে দেখা যায়, নিচ তলা ও দ্বিতীয় তলার কোন কক্ষেই ডাক্তার নেই।
হাসপাতালের পরিচালক ডা. মো: মাসুদ পারভেজের সাথে ঠিক পৌনে নয়টায় মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি ঢাকা থেকে আসতেছি। প্রত্যেক ডাক্তারকে রোস্টার করে দেওয়া আছে। যদি কোন ডাক্তার দায়িত্ব পালন না করে বা দায়িত্বে অবহেলা করে তাহলে আমার কি করার আছে। হাসপাতালে উপ-পরিচালক ও সহকারী পরিচালক আছে তাদের সাথে দেখা করেন।” অভিযোগ রয়েছে, হাসপাতালের পরিচালক শুক্র ও শনিবার ঢাকায় থাকেন এবং হাসপাতালে অফিস করেন না।
ঠিক নয়টা বাজতে দুই মিনিট বাকী থাকতেই দেখা যায়, উপ-পরিচালক ও সহকারী পরিচালকের চেয়ারও খালি। তাদের খালি চেয়ারের ছবি তুলতে গেলে কয়েকজন জিজ্ঞাসা করেন, “ভাই ছবি তুলেন কেন?” প্রতিবেদক জানান, “এমনিতে।” পরিচালকের কক্ষের সামনে বসে অপেক্ষা করতে থাকেন। ২ মিনিট পর পরিচালক আসেন এবং কক্ষে প্রবেশ করেন। তিনি বলেন, “দেখেন আমি মাত্র ঢাকা থেকে এসেছি। এখনো নাস্তা পর্যন্ত করিনি।” একজন নাস্তা দিতে চাইলে তিনি মেজাজ দেখিয়ে বলেন, “কখন কি করতে হবে তাও বুঝতে পারোনা।” অথচ ১ মিনিট আগেই তিনি বলেছিলেন, “আমাকে নাস্তা দাও।”
পরিচালক একজনকে ডেকে বলেন, “সাংবাদিকের রোগীটাকে দেখিয়ে দাও।” নিচ তলায় গিয়ে দেখা যায়, একজন ইন্টার্নী এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখছেন, যদিও তিনি এখানের ডাক্তার নন। তবে ১২০ নং কক্ষে ও অন্যান্য কক্ষে এখনো কোন ডাক্তার আসেনি। চক্ষু ডাক্তার শ্বাস কষ্টের রোগী হওয়ায় তিনি নিজেই অসুস্থ্য, তাই আসতে দেরি হচ্ছে। দ্বিতীয় তলায়ও কোন রোগী দেখতে পাওয়া যায়নি। ২১৭ নং কক্ষে একজন সার্জারী ডাক্তারের রুমে গিয়ে দেখা যায়, একজন ওয়ার্ডবয় রোগীকে ড্রেসিং করছেন।
নিচ তলায় ১২৪ নং কক্ষের সামনে দাঁড়ানো নুরপুরের বাবুল মিয়া (৪৮) জানান, “সকাল ৭টায় এসেছি। এখন ৯টা বাজে সিরিয়ালে দাঁড়িয়ে আছি। ডাক্তারের কোন খবর নেই।” দেবিদ্বারের তালতলা এলাকার অহিদ উদ্দিন (৪৫) জানান, “আমি ৭টায় এসেছি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছি কিন্তু ডাক্তার এখনো আসেনি। দীর্ঘ লাইনে এত রোগী ডাক্তার কখন দেখবে জানিনা। আমাদের কষ্ট দেখার কেউ নেই।”
১২৩ নং কক্ষের সামনে দাঁড়ানো নাজমা (৩০) জানান, “আমি কুমিল্লা ইপিজেডে ব্রান্ডিক্স কোম্পানীতে চাকুরী করি। অফিস থেকে ছুটি নিয়ে সকাল সাড়ে ৭টায় এখানে সিরিয়ালে দাঁড়িয়েছি। এখন ৯টা বেজে গিয়েছে কিন্তু ডাক্তার এখনো চেম্বারে আসছেন না। আমি ডাক্তার দেখিয়ে কখন অফিসে যাব এখনো বলতে পারছিনা।”
চান্দিনার তুলাতুলি এলাকার ছালমা জানান, “ভোরে ৬টায় চলে এসেছি সিরিয়ালে আগে রোগী দেখানোর জন্য। যদি পরীক্ষা নিরীক্ষা করতে হয় তাই পরীক্ষা করিয়ে একেবারে রিপোর্ট দেখিয়ে চলে যাব। কিন্তু সকাল সকাল এসেও কোন কাজ হচ্ছেনা। এখনো ডাক্তার আসেননি। আজকে মনে হয় ডাক্তার দেখিয়ে আবার কাল আসতে হবে।”
হাসপাতালের পরিচালককে কোনো সাংবাদিক ফোন দিলে তিনি কোনো প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করেন না। পরিচালকের অসৌজন্যমূলক আচরণে কুমিল্লায় কর্মরত সংবাদকর্মীরা ক্ষুব্ধ।
এবিষয়ে কুমেক হাসপাতাল পরিচালক ডা. মো: মাসুদ পারভেজের বক্তব্য নিতে গেলে তিনি বলেন, “আপনার যা ইচ্ছা তাই লিখুন।