গত ৮ এপ্রিল বুড়িচং থানার অধীনে ভারেল্লা ইউনিয়নের পারুয়ারা গ্রামে একটি বড় ধরনের গার্মেন্টস পন্য আত্মসাৎ চেষ্টার ঘটনায় দুই আসামী গ্রেফতার এবং ২৮ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। থাই অটো রাইস মিলের ভেতর থেকে একটি হলুদ ও নীল রংয়ের কাভার্ড ভ্যান থেকে ৩৩০টি খাকী রংয়ের কার্টুন ভর্তি ২১৭৪৭টি বাচ্চাদের টি-শার্ট উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা।
তদন্তকারী কর্মকর্তা জানান, ভার্সেটাইল টেক্সটাইল লিমিটেড এর সিনিয়র অফিসার মোঃ আনোয়ার হোসেন এবং আনিকা ট্রান্সপোর্ট এর মালিক মোঃ রফিকের মাধ্যমে রাশিয়াতে রপ্তানী করার জন্য পণ্যগুলি প্রেরণের কথা ছিল। তবে গাড়ীর চালক মোহাম্মদ নুর হোসেন ও তার সহযোগী পণ্যগুলি চট্টগ্রামের বিএম ডিপোতে না নিয়ে থাই অটো রাইস মিলে নিয়ে আসেন এবং অজ্ঞাতনামা আরো ৮/১০ জনের সহায়তায় আত্মসাৎ করার পরিকল্পনা করেন।
বুড়িচং থানায় এজাহার দায়ের করা হলে মামলা নং-১২, তাং-০৯/০৪/২০২৪খ্রিঃ, ধারা- ৪০৭/১০৯/৩৪ পেনাল কোড-১৮৬০ অনুযায়ী রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে মোঃ নাঈম (১৯) ও শিপন দাস(২১) অন্তর্ভুক্ত আছেন। পণ্য বহনকারী কাভার্ড ভ্যানটির চালক ও তার সহযোগী পলাতক রয়েছেন।
বুড়িচং থানার পুলিশ বিষয়টি নিয়ে আরো তদন্ত চালিয়ে যাচ্ছে এবং পলাতক আসামীদের খোঁজে অভিযান চালাচ্ছে। এই ঘটনায় সংশ্লিষ্ট সকলের সতর্কতা এবং সহযোগিতা কামনা করা হচ্ছে।