কুমিল্লার গোমতী নদীর তীর রক্ষা বাঁধ কেটে অস্থায়ী রাস্তা নির্মাণের ঘটনা আমাদের সামনে এক গভীর উদ্বেগের চিত্র তুলে ধরেছে। রাতের আধারে এ ধরনের কাজের মাধ্যমে শুধু বাঁধের ক্ষতি হচ্ছে না, বরং স্থানীয় বাসিন্দাদের জীবনও ঝুঁকির মুখে পড়ছে।
গোমতীর তীর রক্ষা বাঁধটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল বন্যার সময় স্থানীয়দের রক্ষা করা। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, কিছু অসাধু লোক রাজনৈতিক প্রভাব ও স্থানীয় নেতাদের ম্যানেজ করে এ বাঁধ কেটে রাস্তা নির্মাণ করছে। এতে বাঁধের স্থায়িত্ব হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, এ কাজের পেছনে রয়েছে প্রভাবশালী মহল, যারা সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এখানে বিনোদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে।
এমন পরিস্থিতিতে স্থানীয়দের উদ্বেগ ও আতংক স্বাভাবিক। গেলো বন্যায় মানুষের ক্ষতি ও আতংক এখনও কাটেনি। গোমতির পাড়ের বিভিন্ন কফি হাউজে মাদকের আখড়া বসে প্রতিনিয়ত। এসব কফি হাউজে বিগত সময়ে বহু মারামারি ও হত্যার ঘটনাও ঘটেছে। এলাকাবাসীর দাবি, কারা আবার এখানে যান চলাচলের ব্যবস্থা করে বিনোদন কেন্দ্র স্থাপন করতে চায়, তা তদন্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান জানিয়েছেন, তারা ইতিমধ্যে ঘটনাস্থলে লোক পাঠিয়েছেন এবং জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে, এ ধরনের ঘটনা প্রতিরোধে শুধু তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যথেষ্ট নয়। প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কঠোর নজরদারি।
স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের মধ্যে সমন্বয়হীনতা এ ধরনের ঘটনার জন্য দায়ী। নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা জানিয়েছেন, বেড়িবাঁধ কাটার বিষয়টি তার জানা নেই এবং বাঁধের দায়িত্ব পুরোটাই পানি উন্নয়ন বোর্ডের। এ ধরনের সমন্বয়হীনতা দূর করতে হবে এবং স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
আমাদের আশা, স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং গোমতীর তীর রক্ষা বাঁধের সুরক্ষা নিশ্চিত করবে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।