দ্রুত ব্যবস্থা নেওয়া হবে : পুলিশ সুপার
কুমিল্লার দাউদকান্দিতে দাবিকৃত টাকা না পেয়ে একটি কক্ষে তরুণ-তরুণীকে আটকে রেখে তাদের বিবস্ত্র করে ভিডিও করেছে কয়েকজন যুবক। সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি দাউদকান্দি উপজেলার গোরীপুর এলাকার বলে ধারণা করছে পুলিশ। তবে অভিযুক্ত যুবকদের কিংবা ভুক্তভোগি তরুণ-তরুণীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক। তিনি বলেন, ঘটনা যখনকারই হোক, জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার রাত থেকে ছড়িয়ে পড়া ৩ মিনিট ৮ সেকেন্ডের ওই ভিডিতে দেখা গেছে, একটি কক্ষে দুই তরুণ-তরুণীকে জোর করে বিবস্ত্র করার চেষ্টা করছে চার-পাঁচ যুবক। এ সময় ওই তরুণীকে বলতে শোনা যায়, ‘ভাই, যেভাবেই হোক টাকা জোগাড় করে দেব।’ কিন্তু এসব কথায় কর্ণপাত না করেই তাদের বিবস্ত্র করার চেষ্টা করে অভিযুক্তরা। এক পর্যায়ে প্রথমে তরুণ ও পরে তরুণীর মাথার চুল ধরে তাদের বিবস্ত্র করা হয়। পরে উভয়কে একসঙ্গে দাঁড় করিয়ে ভিডিও করা হয়। তবে ভুক্তভোগী তরুণ-তরুণী সম্পর্কে কী হন তা জানা যায়নি। দাউদকান্দি থানার ওসি মোজাম্মেল হক বলেন, ‘বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, ভিডিওটি গৌরীপুর এলাকার। প্রাথমিকভাবে জানা গেছে, ভিডিওটি গত বছরের মার্চ মাসের। ভুক্তভোগীদের খুঁজে পেলে ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে। কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, এটি ২০২২ সালের ঘটনা। আমরা কয়েকদিন আগে এটি জেনেছি। অভিযুক্তরা সনাক্ত প্রায়। ভিকটিম পাওয়া যাচ্ছে না। ইতোমধ্যে আমরা জানতে পেরেছি, ভিকটিম ছেলেটি দেশের বাইরে চলে গেছে। সে এ বিষয়ে কথা বলতে চায় না। বিষয়টি নিয়ে আমরা খুব সিরিয়াস। আমাদের বিশেষ টিম কাজ করছে। খুব দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিডিও লিংক : https://youtu.be/M6FErYGJjlA?si=_egxU-OtuF64G_U7