1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
চান্দিনায় ভেজাল কীটনাশক কারখানা তোয়াক্কা নেই নিয়মনীতির - দৈনিক কুমিল্লার ডাক
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
চৌদ্দগ্রামে ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের নবগঠিত গভর্নিং বডি’র প্রথম সভা অনুষ্ঠিত বৃদ্ধি পাচ্ছে গোমতী নদীর পানি , সকলকে সতর্ক থাকার আহবান মুরাদনগরে গণপিটুনিতে মা-মেয়ে সহ তিনজনকে হত্যা: গ্রেপ্তার ৮ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর শিক্ষার্থী তাসফির আত্মহত্যা ঘিরে উত্তাল কুমিল্লা কালেক্টরেট স্কুল সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বিচার দাবি টানা বর্ষণে কুমিল্লা শহরে চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ চৌদ্দগ্রামে মহাসড়কে পিকআপে আগুন লেগে ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি চৌদ্দগ্রামে মাদক কারবারিদের হামলায় আহত ২, থানায় অভিযোগ শিরোনাম: বাঞ্ছারামপুরে বিশ্ব মানবাধিকার সংস্থার নতুন সদস্যদের কার্ড বিতরণ অনুষ্ঠিত বুড়িচংয়ে  ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুইটি রাইস মিলকে  ৬০ হাজার টাকা জরিমানা দাউদকান্দিতে ডেঙ্গু আক্রান্তে আরো একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৩ 

চান্দিনায় ভেজাল কীটনাশক কারখানা তোয়াক্কা নেই নিয়মনীতির

কাজী মোঃ মাছুম হোসেন:
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৩১৮৮ Time View

কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন ঘাটিগড়া গ্রামে বিসমিল্লাহ কর্পোরেশন লিঃ নামে কীটনাশক উৎপাদন কারখানায় তৈরি হচ্ছে বিভিন্ন শতাধিক ধরনের নকল ও ভেজাল কিটনাশক। চান্দিনা থেকে তৈরি হয়ে রাজধানীর মিটফোর্ডকেন্দ্রিক একটি মুনাফালোভী চক্র কিটনাশক ব্যবসায়ীদের মাধ্যমে তা ছড়িয়ে দিচ্ছে প্রত্যন্ত গ্রামগঞ্জে। গনবসতি এলাকায় একই প্রতিষ্ঠানের দুটি শাখা এই গ্রামে রয়েছে। প্রথমে এটি কীটনাশক ঔষধের গোডাউন ছিল। বর্তমানে উক্ত গোডাউনে বেআইনীভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ২০-৩০ ধরণের কীটনাশক ঔষধ তৈরি ও বাজারজাত করছেন। স্থানীয় সূত্রে জানা যায়,

এখানে উৎপাদিত কীটনাশকের গন্ধ দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ে রাস্তায় চলাচলরত লোকজন নানা রোগে আক্রান্ত হচ্ছে। কীটনাশকের ঔষধের বর্জ কৃষি জমিতে ফেলার ফলে ওই এলাকার আবাদী জমিতে ফসল ফলানো সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদারকির অভাবে এ প্রতিষ্ঠানের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার লোকজন। সরজমিনে গিয়ে দেখা যায়, কীটনাশক তৈরি কারখানাটিতে বিষ জাতীয় ঔষধ তৈরী হলেও এই কারখানায় কোন ক্যামিষ্ট ও ল্যাবরেটরী নেই। প্রশিক্ষণপ্রাপ্ত কোন শ্রমিক ও কর্মচারী নেই। যার কারণে মান নিয়ন্ত্রণ না করে বোতলজাত ও প্যাকেটজাত করা হচ্ছে। কোম্পানীটি স্থানীয় গরিব কৃষকদের দৈনিক হাজিরার ভিত্তিতে টাকার লোভ দেখিয়ে কাজ করাচ্ছে । এ সকল নিরীহ গরিব লোকজন জীবনের ঝুঁকি নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে হাতে কীটনাশক তৈরী করে। ফলে অনেক কৃষক এ কারখানায় কাজ করে ভয়াবহ রোগে আক্রান্ত হচ্ছে। এক ড্রাম কীটনাশক ঔষধ দিয়ে প্রতারণামূলক ভেজাল মিশিয়ে ২০ ড্রাম কীটনাশক তৈরী করা হয়।কারখানার পাশেই জনসাধারণের বসতবাড়ি, মসজিদ, সরকারী প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল। বাতাসে কীটনাশকের গন্ধ ছড়িয়ে পড়ে গর্ভবতী মহিলা ছোট ছোট ছেলে মেয়ে সহ গৃহপালিত পশু-পাখি , গরু-ছাগল, হাঁস-মুরগী বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, ফলে এলাকায় সুস্থ্যভাবে বসবাস করা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই এলাকার মৌজায় আগে নাল জমির দাম ছিলো ১ শতক প্রতি ২০ হতে ২৫ হাজার টাকা। বিসমিল্লাহ কর্পোরেশন লিঃ ভেজাল কারখানার মালিক জমি ক্রয় করে ব্যাংক লোন পাওয়ার জন্য বাজার দর থেকে ৩০-৪০ গুণ বেশী মূল্যে রেজিষ্ট্রি করে। যার কারণে এ মৌজায় সরকারী রেজিষ্ট্রি মূল্য আগের থেকে বর্তমানে অনেক বেড়ে যায়। যার কারণে বিগত কয়েক বছর যাবৎ ঘাটিগড়া মৌজায় কোনো নিরীহ মানুষ জমি ক্রয় বিক্রয়ও করতে পারছে না। জানা যায়, কারখানাটি কয়েকবার সিলগালা করা হলেও। পরবর্তীতে বিভিন্ন তদবীর করে আবার অবৈধ ভেজাল কীটনাশক কারখানাটি চালু করে এবং স্থানীয় বাজারে গুলোতে ভেজাল কীটনাশকে সয়লাব করে দেয়। আর এসব কীটনাশক ব্যবহার করে জমির পোকা দমন হচ্ছে না বলে জানান ভুক্তভোগীরা। তাদের দাবি, প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের তদারকি না থাকায় বিসমিল্লাহ কর্পোরেশন লিঃ ভেজাল কীটনাশক দিয়ে ছেয়ে দিচ্ছেন গ্রামগঞ্জের বাজার গুলোতে। অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রত্যন্ত জনবসতি পল্লিতে বসে প্রতিষ্ঠিত কোম্পানির মোড়কে নকল ও ভেজাল কীটনাশকের অবৈধ ব্যবসা চালিয়ে আসছে। কৃষকদের এসব নকল ও ভেজাল কীটনাশক চেনার কোনো উপায় নেই। ফলে কৃষকেরা নকল ও ভেজাল কীটনাশক ব্যবহার করে পোকামাকড় ও বালাই দমনে তা কোনো কাজে আসছে না। যার কারণে কৃষকেরা আর্থিকভাবে ক্ষতির মধ্যে পড়ছে। এবিষয়ে কথা বলতে কারখানার মালিক মুজিবুর রহমানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com