কুমিল্লার চান্দিনা মোকাম বাড়ী মসজিদ সংলগ্ন আলী আক্কাস চেয়ারম্যান প্লাজায় অবস্থিত স্কয়ার স্পেশালাইজড হসপিটাল প্রায় তিন বছর ধরে সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে এবং কোন প্রকার অনুমোদন না নিয়েই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। শুধুমাত্র রেজিষ্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন করেই এই হাসপাতালটি চিকিৎসার নামে অর্থ বাণিজ্য করে আসছে।
সরেজমিনে গিয়ে স্কয়ার স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মো: এস.ইউ সৌরভের সাথে কথা বললে তিনি শুধুমাত্র রেজিষ্ট্রেশনের জন্য অনলাইনে আবেদনের কপি ও ফায়ার সার্ভিসের লাইসেন্স দেখিয়ে বলেন, “এগুলো দিয়েই দীর্ঘ তিন বছর পূর্বে স্কয়ার স্পেশালাইজড হসপিটালের চিকিৎসা কার্যক্রম শুরু করি।” কিন্তু হাসপাতাল আইন অনুযায়ী লাইসেন্স ব্যতীত অস্ত্রোপচার ও হাসপাতাল কার্যক্রম চালানো আইনত দণ্ডনীয় অপরাধ।
অনুসন্ধানে জানা যায়, স্কয়ার স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান হচ্ছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের পিতা নুরুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মো: এস.ইউ. সৌরভ হচ্ছেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই দেবিদ্বার উপজেলার সাবেক চেয়ারম্যান মো: মামুনুর রশিদের শ্যালক। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এবং সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধভাবে এই হাসপাতালটি পরিচালনা করা হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করেই দীর্ঘ তিন বছর যাবত চিকিৎসা, সিজারিয়ান অপারেশন ও পরীক্ষা-নিরীক্ষাসহ সকল কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই অদক্ষ অপারেটর দিয়ে এক্স-রে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম মেশিন চালাচ্ছে। চিকিৎসা সেবা নেওয়ার জন্য প্রতিনিয়তই প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সহজ-সরল রোগী ও তার পরিবার প্রতারণার শিকার হচ্ছেন।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আরিফুর রহমান বলেন, “অনেক সময় অনুমোদনের আবেদন করার পর অনুমোদনের অপেক্ষায় না থেকেই এসব প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চালু করে প্রতিষ্ঠানের মালিকগণ। আমরা বিভিন্ন সময় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা ও অনেক ক্ষেত্রে ঐসব প্রতিষ্ঠান বন্ধ করে দেই। রেজিষ্ট্রেশন পাওয়ার আগে প্রতিষ্ঠান চালানো বিধি সম্মত নয়। এদের বিরুদ্ধে দ্রুত অভিযান চালানো হবে।”
কুমিল্লা সিভিল সার্জন ডা: নাছিমা আক্তার বলেন, “অনুমোদনহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এই ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা জরুরি, যাতে সাধারণ মানুষ প্রতারণার শিকার না হন এবং সঠিক চিকিৎসা সেবা পেতে পারেন।