কুমিল্লায় অবৈধ বিজ্ঞাপন প্রচার ও চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে ‘কলিকাতা হারবাল’ নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমিল্লা সদর দক্ষিণ সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ রেফাঈ আবিদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ রেফাঈ আবিদ জানান, কলিকাতা হারবাল নামক প্রতিষ্ঠানটি অবৈধ বিজ্ঞাপন দিয়ে চিকিৎসার নামে অপচিকিৎসা করছিল। অপচিকিৎসা ও রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না মানলে প্রতিষ্ঠানটি সিলগালা করা হবে বলে তিনি সতর্ক করেন।
স্থানীয়রা অভিযোগ করেন, এসব কুরুচিপূর্ণ ভাষার পোস্টার শিক্ষা প্রতিষ্ঠান, বাস স্ট্যান্ড, রেলস্টেশনসহ জনগুরুত্বপূর্ণ স্থানে ছাঁটানোর কারণে বাবা-ছেলে, মা-মেয়ে পরিবার পরিজন একসাথে এসব পোস্টার ও লিফলেটের মুখোমুখি হয়ে বিভ্রান্তিতে পড়েন। এসব কুরুচিপূর্ণ পোস্টার ও লিফলেট প্রচারণার অভিযোগে স্থানীয়রা এসব প্রতিষ্ঠানের শাস্তির দাবি তুলেছেন। তাদের মতে, জরিমানার পরিমাণ কম হয়েছে এবং জরিমানা ও কারাদণ্ড দুটোই এদের দেওয়া উচিত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ রেফাঈ আবিদ আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।