ফেনি জেলার পরশুরাম এলাকার ইসবুল হোসেন ইলিয়াসকে চোর সন্দেহে গণধোলাই দিয়েছে ভারতীয় জনতা। ইসবুল জানান, তিনি ভারতীয় পাচারকারীদের সাথে কথা বলার জন্য ভারতে প্রবেশ করেছিলেন। ঘটনা জানাজানি হলে বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইসবুলকে উদ্ধার করে এবং হাসপাতালে পাঠায়।
ইসবুলের কাছ থেকে জানা যায়, তিনি ভারতের বিলোনিয়া সীমান্তের তিন পাচারকারীর সাথে কথা বলতে এবং তাদের সাহায্যে ভারতে প্রবেশ করেছিলেন। বর্তমানে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সীমান্ত রক্ষী বাহিনী থাকা সত্ত্বেও কিভাবে সীমান্তে পাচার বাণিজ্য এবং বাংলাদেশিদের আনাগোনা চলছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিএসএফ জওয়ানদের ভূমিকা নিয়ে।
বুধবার সকালে বিলোনিয়া চেকপোস্ট সংলগ্ন কাঁটাতার ডিঙ্গিয়ে ইসবুল বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তিনি প্রতিনিয়ত চোরাই পথে পেঁয়াজ ও রসুনের ব্যবসা করেন বলে জানান। ঘটনার তদন্তে নেমেছে বিলোনিয়া থানার পুলিশ। গুরুতর আহত ইসবুল বর্তমানে শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনা সীমান্ত এলাকায় সীমান্ত রক্ষী বাহিনীর নজরদারির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। পাচার বাণিজ্যের সাথে যুক্ত ইসবুল হোসেনের মতো একজন বাংলাদেশি কিভাবে অবৈধভাবে কাঁটাতারের বেড়া টপকে ভারতে প্রবেশ করতে পারে, তা নিয়ে সীমান্ত সুরক্ষা এবং বিলোনিয়া বাসীর সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে।