কুমিল্লার চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাড়ি সর্দ্দার বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি ও ঢাকা মহানগর দক্ষিণের রামপুরা থানা জামায়াতের নায়েবে আমির মোঃ সাহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোঃ ইব্রাহিম। বিশেষ বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াছিন আহমেদ, ঘোলপাশা ইউনিয়ন শিবিরের সাবেক সভাপতি ও পল্টন থানার শান্তি নগর ওয়ার্ড যুব শাখার সভাপতি আলহাজ্ব আশ্রাফুল ইসলাম ইমরান।
ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমির কাজী মোঃ আবদুল কাদেরের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আহসান উল্লাহর পরিচালনায় এবং ইউনিয়ন জামায়াত নেতা সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন ঘোলপাশা ইউনিয়ন জামায়াত নেতা ডাঃ আনোয়ার হোসেন, প্রফেসর শরীফুল ইসলাম, মজিবুল হক, ইয়াছিন পাটোয়ারী, সজিব হোসেন, ঘোলপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ জহিরুল ইসলাম ও ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ মোস্তাফা কামাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।