মনোয়ার হোসেন :
কুমিল্লার চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধনুসাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মু. সাহাব উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মাওলানা এটি এম খোরশেদ আলম। আমন্ত্রিত অতিথি ছিলেন ৬নং ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর কাজী আব্দুল কাদের, সেক্রেটারি মাওলানা আহসান উল্লাহ, সহ-সভাপতি মাওলানা মাহবুবুল হক।
৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা রহমত উল্লাহর সভাপতিত্বে ও ৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাহমুদুল হাসান রিয়াজের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধনুসাড়া মাদ্রাসার আরবি প্রভাষক মোস্তফা কামাল, মাওলানা শাহ আলম, ইসলামী ব্যাংক কর্মকর্তা আবাদ হোসেন, মাস্টার শাহ আলম, জামায়াত নেতা ডাঃ ইব্রাহিম, মোহাম্মদ আলী সহ ৬নং ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মী সমাবেশ শেষে সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।