1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়ন আওয়ামী সন্ত্রাসী হানিফ মিয়ার নিয়ন্ত্রণে, কোনঠাসা জামায়াত-বিএনপি! - দৈনিক কুমিল্লার ডাক
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন
Title :
চৌদ্দগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চৌদ্দগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি দৃষ্টান্ত হয়ে থাকবে : প্রশাসনের সাথে মতবিনিময়কালে ধর্মীয় নেতৃবৃন্দ সোনামুড়া সীমান্তে বিএসএফের সফল অভিযান : ২.১৮০ কেজি স্বর্ণ উদ্ধার চৌদ্দগ্রামে বিএনপি নেতা ডা. নোবেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত চৌদ্দগ্রামে প্রবাসীর উপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ : রাজধানীতে বাংলাদেশী নাগরিক আটক কুমিল্লা বিভাগ না দেওয়ায় শেখ হাসিনার সমালোচনা করলেন জামায়াত আমির চোর সন্দেহে বাংলাদেশী যুবককে গণধোলাই, সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন চৌদ্দগ্রামে করপাটি আইডিয়াল স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ ও আলোচনা সভা দেবিদ্বারে পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিতে এগিয়ে আব্দুল আউয়াল খাঁন।

চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়ন আওয়ামী সন্ত্রাসী হানিফ মিয়ার নিয়ন্ত্রণে, কোনঠাসা জামায়াত-বিএনপি!

মোহাম্মদ শাহ আলম শফি :
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩০৮২ Time View

চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার হানিফ মিয়া, যিনি পেশায় চাঁদাবাজি, মাদক ও অস্ত্র ব্যবসায়ী, বর্তমানে এলাকায় আতঙ্কের নাম। স্থানীয়রা জানান, হানিফ মেম্বার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তার অত্যাচারে সাধারণ মানুষ থেকে শুরু করে তার আপন ভাইও নিরাপদ নয়।
হানিফ মিয়ার পিতা মরহুম সিদ্দিকুর রহমান ছিলেন একজন স্কুল শিক্ষক এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা। কিন্তু হানিফ মিয়া কম বয়সেই অপরাধ জগতে পা রাখেন এবং স্থানীয় কিশোরদের নিয়ে গড়ে তোলেন একাধিক কিশোর গ্যাং। মাদক ও অস্ত্র ব্যবসার মাধ্যমে তিনি কুমিল্লা শহরের হাই প্রোফাইল নেতাদের সাথে সম্পর্ক গড়ে তোলেন এবং ধীরে ধীরে তার নেটওয়ার্ক ছড়িয়ে পড়ে ঢাকা, ফেনি, চাঁদপুর, নোয়াখালীসহ বিভিন্ন জেলায়।
স্থানীয়রা জানান, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের আশীর্বাদে হানিফ মিয়া মেম্বার নির্বাচিত হন এবং এরপর থেকেই তার অবৈধ ব্যবসা আরও বেপরোয়া হয়ে ওঠে। মাদক ও অস্ত্র ব্যবসার পাশাপাশি তিনি ডাকাতিয়া নদীর মাটি কেটে বিক্রি করেন, যার ফলে বহু কৃষকের ফসলি জমি নষ্ট হয়ে যায় এবং বন্যার সময় বাঁধ ভেঙে শত শত বাড়ি ঘর ও ফসলি জমি তলিয়ে যায়।
২০২২ সালে হানিফ মিয়া নারচর গ্রামে অন্যের জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছিলেন। এ সময় ভুক্তভোগী এক নারী ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে এসে মাটি কাটা বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে হানিফ মিয়া এএসআই শাহজাদাকে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনার অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
পুলিশের উর্ধতন কর্মকর্তার নির্দেশে হানিফ মিয়াকে গ্রেফতার করা হলেও জামিনে এসে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে হানিফ মেম্বার নিরস্ত্র ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, দেশ প্রধান শেখ হাসিনা সহ বহু এমপি-মন্ত্রী পালিয়ে গেলেও হানিফ মেম্বার প্রকাশ্যেই সকল অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছেন।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকউজ জামান বলেন, “হানিফ মেম্বারের বিরুদ্ধে পুলিশকে হত্যার হুমকির অভিযোগে গ্রেফতার হওয়ার কথা শুনেছি। তবে সরকার পতনের পর তাঁর বিরুদ্ধে কোনো মামলা হয়নি।”
বিশেষজ্ঞ মহল মনে করছেন, হানিফ মিয়াকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনলে হত্যা সহ আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। স্থানীয়রা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com