1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
চৌদ্দগ্রামে কনকাপৈতের তাফসীরুল কুরআন মাহফিলের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন - দৈনিক কুমিল্লার ডাক
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
Title :
কুমিল্লায় মামলা করে বিপাকে সাংবাদিক! ১০ লাখ টাকা চাঁদা দাবি আসামিদের মুরাদনগরে আকুবপুর হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দেবীদ্বারে রুবেল হত্যা মামলার আসামী ছাত্রলীগ কুমিল্লা (উত্তর) জেলা সাধারন সম্পাদক সাইফুল গ্রেফতার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজে বসন্ত বরণ ও তারুণ্যের পিঠা উৎসব -সন্তানের স্বীকৃতির দাবিতে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন এটিএম আজহারকে মুক্তি দিন, না হয় বিদায় নিন : সরকারের উদ্দেশ্যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লায় ঘন কুয়াশায় দুর্ঘটনার শিকার ৮ পরিবহন, আহত ১৫ এসপি নিজেই ইয়াবা ব্যবসায় জড়িত! ডিএনসি উপপরিচালক ইমরুল হাসানের বিরুদ্ধে কুমিল্লায় গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক এম সাদেক ইন্তেকাল করেছেন

চৌদ্দগ্রামে কনকাপৈতের তাফসীরুল কুরআন মাহফিলের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৩০২৬ Time View

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের কনকাপৈত মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। বিশাল এ তাফসীরুল কুরআন মাহফিলে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, হযরত মাওলানা ক্বারী আব্দুল্লাহ্ আল-আমিন। বিশেষ মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামিক স্কলার, হযরত মাওলানা ড. সাদিকুর রহমান আযহারী এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মাওলানা মুফতি লোকমান হোসেন। এতে সভাপতিত্ব করবেন মধূগ্রাম ঝিনারহাট ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। বিশেষ আকর্ষণ হিসেবে ঢাকা থেকে আগত সুর স¤্রাট মশিউর রহমান ও জাতীয় পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত ইসলামী শিল্পী ওবায়দুল্লাহ তারেক সহ কুমিল্লার ময়নামতি সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর শিল্পীবৃন্দ ইসলামী সংগীত, হামদ্-না’ত পরিবেশ ও মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন।

কনকাপৈত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত বিশাল এ তাফসীরুল কুরআন মাহফিলের সার্বিক প্রস্তুতি ও সর্বশেষ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে মাহফিল প্যান্ডেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কনকাপৈত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক, কনকাপৈত ইউপি’র সাবেক চেয়ারম্যান মো: ইকবাল হোসেন মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা নূর আহমেদ, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ইয়াছিন, জামাল উদ্দিন লিটন সহ কনকাপৈত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও মাহফিল বাস্তবায়ন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় মাহফিলের সার্বিক প্রস্তুতি নিয়ে মাহফিল বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ বলেন, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত কনকাপৈত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে তাফসীরুল কুরআন মাহফিল এর আয়োজন করে আসছে। নানান প্রতিকুলতার কারণে দীর্ঘদিন ধরে এ মাহফিলটি বন্ধ ছিলো। আলহামদুলিল্লাহ! দীর্ঘ ২৬ বছর পর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিতব্য আগামীকালের (২৩ জানুয়ারি) ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলকে ঘিরে কনকাপৈত ইউনিয়ন সহ সমগ্র চৌদ্দগ্রামে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যে মাহফিলের প্রস্তুতিমূলক প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকী ২০ শতাংশ কাজও সন্ধ্যার মধ্যেই সমাপ্ত হবে ইনশাআল্লাহ। উক্ত মাহফিলে ৩ শতাধিক স্বেচ্ছাসেবক শৃঙ্খলা-নিরাপত্তা বিভাগ সহ বিভিন্ন বিভাগে কাজ করবে। বিশেষ আকর্ষণ হিসেবে আড়াই শ’ মোটরসাইকেল আরোহী শোভাযাত্রার মাধ্যমে মহাসড়ক থেকে অতিথিদের বরণ করে নিয়ে আসবেন। মাহফিলে সাংবাদিক-মিডিয়া কর্মী, ইউটিউভার ও সোশ্যাল অ্যাক্টিভিস্টদের জন্য আলাদা বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এবারের মাহফিলে ১৫ হাজার মানুষের বসার এন্তেজাম করা হয়েছে। আশা করছি, ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে আগামীকাল মাহফিলস্থল কানায় কানায় পূর্ণ হবে ইনশাআল্লাহ। কনকাপৈত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও মাহফিল বাস্তবায়ন কমিটি এবং এলাকার প্রবাসী ভাইদের আন্তরিক প্রচেষ্টায় মাহফিলের প্রায় সকল কাজ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। এ সময় বক্তারা সকলকে যথাসময়ে মাহফিলে উপস্থিত থেকে মাহফিলের কাজকে আরো বেগবান করতে ধর্মপ্রাণ মুসল্লী ও এলাকাবাসীর দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করে উপস্থিত সাংবাদিক এবং স্বেচ্ছাসেবকদের হৃদয় নিংড়ানো ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com