মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ফিতা কেটে ও আলোচনা সভার মাধ্যমে গণঅধিকার পরিষদ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। পরে নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য র্যালীতে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। র্যালীটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার সহ আশেপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলো পদক্ষিণ করে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ মুন্সী বাড়ী সড়কের আব্দুল গণি শপিং কমপ্লেক্সের ৩য় তলায় গণঅধিকার পরিষদ এর উপজেলা কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ, চৌদ্দগ্রাম উপজেলা শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম ফরিদ আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন চিওড়া ইউনিয়ন গণঅধিকার পরিষদ এর পক্ষ থেকে ২নং ওয়ার্ড এর নবগঠিত কমিটির আহবায়ক আবু বকর সিদ্দীক সুমন ও সদস্য সচিব মো: ওমর ফারুক। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো: মিজানুর রহমান মানিক এর সভাপতিত্বে ও উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক এন এইচ রাসেল বাঙালি এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মো: কবির খাঁন, যুগ্ম সদস্য সচিব এম এ মতিন, কুমিল্লা দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মো: ওয়ালী উল্লাহ, চৌদ্দগ্রাম উপজেলা যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মো: নিজাম বাঙালি, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো: ফারুক আহমেদ, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি এম এইচ তামজিদ, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, যুব অধিকার পরিষদ নেতা মো: সাইদুল হক প্রমুখ।
এ সময় গণঅধিকার পরিষদ নেতা, প্রবাসী মো: মহিন উদ্দিন, প্রবাসী সাইফুল ইসলাম মিয়াজী সহ চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।