মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা রুকনদের নিয়ে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মধ্য দিয়ে ২০২৫-২৬ সেশনের চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা আমীর, সেক্রেটারী সহ মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্যদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
রুকন সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এডভাকেট মোহাম্মদ শাহজাহান।
সম্মেলনে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জামায়াতের রুকনদের প্রত্যক্ষ ভোটে উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন মু. মাহফুজুর রহমান, সেক্রেটারী নির্বাচিত হয়েছেন মু. বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারী নির্বাচিত হয়েছেন মো: আব্দুর রহিম। পৌরসভা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা মোহাম্মদ ইব্রাহীম, নায়েবে আমীর কাজী মোহাম্মদ ইয়াছিন ও সেক্রেটারী নির্বাচিত হয়েছেন মো: মোশাররফ হোসেন ওপেল।
নির্বাচিত উপজেলা আমীর ও পৌর আমীরকে শপথ বাক্য পাঠ করা কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এডভাকেট মোহাম্মদ শাহজাহান। পরবর্তীতে উপজেলা ও পৌরসভা সেক্রেটারী সহ শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান নির্বাচিত আমীরগণ।
রুকন সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খাইরুল ইসলাম, মো: কফিল উদ্দিনসহ আরো অনেকে।