1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
চৌদ্দগ্রামে দুর্নীতির অভিযোগে বরখাস্তকৃত মাদরাসা সুপারের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন - দৈনিক কুমিল্লার ডাক
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন
Title :
মুজিবুল হকের শেষ বয়সে বিয়ের নেপথ্যে কিবরিয়া সাংবাদিকের মামলায় চার চাঁদাবাজ অভিযুক্ত চৌদ্দগ্রাম শ্রীপুর ইউনিয়নে জামায়েত ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত চৌদ্দগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এছাক মিয়ার দাফন সম্পন্ন চৌদ্দগ্রামে সবজির চড়া মূল্যে সাধারণ মানুষ দিশেহারা, ঝাল বেশি কাঁচা মরিচে টানাপোড়ন বাদ দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই : মজিবুর রহমান মঞ্জু চৌদ্দগ্রামে মিঞা বাজার কলেজ গভর্নিং বডি’র প্রথম সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামের উজিরপুর ও কালিকাপুর ইউনিয়নে পূজামন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা কামরুল হুদা নাঙ্গলকোটে ভুয়া দাঁতের ডাক্তারসহ ফার্মেসির স্বত্বাধিকারী অনৈতিক কাজে আটক

চৌদ্দগ্রামে দুর্নীতির অভিযোগে বরখাস্তকৃত মাদরাসা সুপারের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০১৯ Time View

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্নীতির অভিযোগে বরখাস্তকৃত মাদরাসা সুপারের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে শ্রীপুর বায়তুশ শরফ লহরী জব্বারিয়া দাখিল মাদরাসার অভিভাবক ও সাবেক পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সহ এলাকাবাসী। এ সময় মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবু তাহের সহ মাদরাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে বরখাস্তকৃত মাদরাসা সুপারের শাস্তির দাবি করেন মাদরাসার শিক্ষার্থীরা সহ সচেতন অভিভাবক ও এলাকাবাসী।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে মাদরাসা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি, শ্রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো: এমদাদুল হক শাহী। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, ২০০৭ সালের ২ ডিসেম্বর মাদরাসার সুপার মাওলানা আবুল কাশেম প্রায় ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বহিস্কৃত হয়েছিলেন। বহিস্কার প্রতিরোধ করতে তিনি ২০১০ সালের ৩০ মে স্বেচ্ছায় পদত্যাগ করেন। নানা ছলচাতুরীর আশ্রয় নিয়ে সাবেক সুপার মাওলানা আবুল কাশেম বহিস্কারাদেশ ও পদত্যাগপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে একটি মামলা দায়ের করেন। এদিকে মাদরাসা কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন একটি কমিশন গঠন করে তার বিরুদ্ধে আনীত দুর্নীতি ও অনিয়মের অভিযোগগুলো তদন্ত করেন। তদন্তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং মাদরাসা সুপার দোষী সাব্যস্ত হওয়ায় তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মীর খায়রুল আলম ২০১০ সালের ২৪ জানুয়ারি মাদরাসা সুপার মাওলানা আবুল কাশেমকে স্থায়ীভাবে বরখাস্ত করেন।

মাদরাসা সূত্রে আরও জানা গেছে, মাওলানা আবুল কাশেম ১৯৮৭ সালের ০১ জানুয়ারি থেকে মাদরাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্বপালনকালে তিনি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের অনুদানের ১ লাখ ৫৯ হাজার টাকা, বিভিন্ন সময় পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ৬ লাখ ১৩ হাজার ৪২৭ টাকা, ২০০৭ সালে টিউশন ফি বাবদ নেওয়া ১ লাখ ৫৯ হাজার ৯৯০ টাকা, এলাকাবাসীর অনুদানের আরো ৭০ হাজার টাকা, নির্বাচনী পরীক্ষার ফি ৫৪ হাজার ৮৪০ টাকা, শিক্ষার্থীদের ফরম পূরণের ১ লাখ ১৯ হাজার ৯৪৫ টাকা, গণ্যমান্য ব্যক্তিদের দানকৃত ৪ লাখ ৪৩ হাজার ৮২০ টাকা, মাদরাসা শিক্ষকদের ভবিষ্যত বা কল্যাণ তহবিল থেকে ১২ হাজার টাকা, আরও একটি অনুদানের ১৩ হাজার টাকা, মাদরাসার এফডিআরের ১৪ হাজার ২৫৯ টাকা সহ সর্বমোট ১৬ লাখ ৯০ হাজার ২৮১ টাকা আত্মসাতের ঘটনায় মাদরাসার তৎকালীন ভারপ্রাপ্ত সুপার আ.ক.ম ইব্রাহিম ভূঁইয়া ২০১২ সালের ৬ আগস্ট কুমিল্লার আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটির তদন্ত শেষে ২০১৩ সালে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক শামসুদ্দীন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

রোববার সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শাহ আলম, মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য মাওলানা আবুল হাশেম, মো: এয়াকুব শরীফ, দাতা সদস্য শফিকুর রহমান মজুমদার, স্থানীয় বিশিষ্টজন মো: আবু তাহের, মো: মিঠু, আবদুল বারিক, শাহজাহান, মারুফ হোসেন, মাঈন উদ্দিন, কাজী আবদুল কাদের, আবদুল হামিদ, আবাদ মিয়া, তিতা মিয়া, ছিদ্দিকুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com