1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে বিয়ে বাড়ীতে হামলা-ভাংচুর, আহত ২ - দৈনিক কুমিল্লার ডাক
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
চৌদ্দগ্রামে ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের নবগঠিত গভর্নিং বডি’র প্রথম সভা অনুষ্ঠিত বৃদ্ধি পাচ্ছে গোমতী নদীর পানি , সকলকে সতর্ক থাকার আহবান মুরাদনগরে গণপিটুনিতে মা-মেয়ে সহ তিনজনকে হত্যা: গ্রেপ্তার ৮ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর শিক্ষার্থী তাসফির আত্মহত্যা ঘিরে উত্তাল কুমিল্লা কালেক্টরেট স্কুল সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বিচার দাবি টানা বর্ষণে কুমিল্লা শহরে চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ চৌদ্দগ্রামে মহাসড়কে পিকআপে আগুন লেগে ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি চৌদ্দগ্রামে মাদক কারবারিদের হামলায় আহত ২, থানায় অভিযোগ শিরোনাম: বাঞ্ছারামপুরে বিশ্ব মানবাধিকার সংস্থার নতুন সদস্যদের কার্ড বিতরণ অনুষ্ঠিত বুড়িচংয়ে  ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুইটি রাইস মিলকে  ৬০ হাজার টাকা জরিমানা দাউদকান্দিতে ডেঙ্গু আক্রান্তে আরো একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৩ 

চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে বিয়ে বাড়ীতে হামলা-ভাংচুর, আহত ২

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩০৪৯ Time View

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বিয়ে বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় প্রতিপক্ষের আয়েশা বেগম নামে এক নারী সহ কমপক্ষে দুইজন আহত হয়েছে। এ সময় হামলাকারীরা আয়েশা বেগমের শ্লীলতাহানির চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈগ্রাম পুর্বপাড়ায়। এ ঘটনায় ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে সামাজিকভাবে সমাধানের আশ্বাসে উভয়পক্ষ শান্ত হয়।

ভুক্তভোগির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈগ্রামের মৃত আব্দুল মালেক ও আবুল কাশেমের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ সংক্রান্তে আদালতে একটি মামলা চলমান রয়েছে। এক বছর পূর্বে আদালতের নির্দেশনা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শ উপেক্ষা করে মামলার বিবাদী আবুল কাশেম পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে এবং স্থানীয় আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় আব্দুল মালেকের নিজস্ব জায়গায় একটি পাকা বসতঘর নির্মাণ করে। বিষয়টি নিয়ে একাধিকবার শালিস-দরবার হলেও তখন কোনো সমাধান না হওয়ায় এখনো ওই ঘটনার জের চলমান রয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে আব্দুল মালেকের ছেলে মো: ফারুকের বিয়ের দিন-তারিখ ছিলো। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিক সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। এদিকে সোমবার সকালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযুক্ত আবুল কাশেম, আবুল বাশার, একই গ্রামের শামসুল আলম হুজুর ও তার ছেলে নোমান এর নেতৃত্বে কয়েকজন উৎশৃঙ্খল যুবক বাড়ীর মূল রাস্তার মাথায় সাজানো বিয়ের গেইটটি ভাংচুর করে। এ সময় ফয়সাল আহমেদ নামে স্থানীয় যুবক বিয়ে গেইট ভাংচুরের ভিডিও তার মুঠোফোনে ধারণ করে। এ ঘটনায় ভুক্তভোগিরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিমাই চন্দ্র নাথের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় যুবক ফয়সাল তার মোবাইল ফোনে ধারণকৃত ভাংচুরের ভিডিওটি পুলিশের কাছে স্বাক্ষ হিসেবে প্রদর্শন করায় আবুল কাশেম, শামসুল আলম হুজুর সহ প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়। উত্তেজিত অবস্থায় তারা ফয়সালের বাড়ীঘরে অতর্কিত হামলা চালায়। হামলায় তার মা আয়েশা বেগম গুরুতর আহত হন। হামলাকারীরা ফয়সালের মায়ের শ্লীলতাহানির ও প্রাণনাশের চেষ্টা করে। এ সময় তাদের শোর-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে বিয়ের কার্যক্রম সমাপ্ত হলে আগামী শনিবার বিষয়টি নিয়ে সামাজিক মীমাংশার আশ^াস পেয়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে ভুক্তভোগি মো: ফারুক এর পরিবার, অপর ভুক্তভোগি ফয়সাল জানায়, সামান ঘটনায় শামসু হুজুর, নোমান, আবুল কাশেম সহ তাদের সহযোগিরা আমাদের বাড়ীঘরে হামলা-ভাংচুর চালায় এবং বিয়ের জন্য সাজানো গেইটটি ভেঙে ফেলে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব আবাদ মিয়া, আমির হোসেন, মোহাম্মদ হোসেন জানান, পারিবারিক পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলয় বিয়ের গেইট ও বাড়ীঘর ভাংচুরের মত ন্যাক্কারজনক ঘটনা ঘটে। পরে পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে অভিযুক্ত শামসুল আলম, আবুল কাশেমের মুঠোফোন নম্বরে একাধিকবার চেষ্টা করলেও তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিমাই চন্দ্র নাথ জানান, ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করা হয়। ভাংচুরের ঘটনা সঠিক। আমরা গিয়ে হামলাকারীদের কাউকে পাইনি। ভুক্তভোগিদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com