চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব শত্রুতার জেরে মো: ইউছুফ ভূঁইয়া নামে একজন সাংবাদিক ও তার পরিবারের উপর হামলা চালিয়েছে স্থানীয় প্রভাবশালী একটি পরিবার। এ সময় প্রতিপক্ষের হামলায় ভুক্তভোগি ওই সাংবাদিক সহ তার পরিবারের আরও দুইজন সদস্য আহত হয়। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকালে উপজেলার গুনবতী ইউনিয়নের ফুলের নাওড়ী গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগির মা রজ্জবের নেছা বাদী হয়ে ওইদিন বিকালে তিনজনকে বিবাদী করে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সাংবাদিক ইউছুফ ভূঁইয়া তাদের মালিকানাধিন খালের পানি সেচ পাম্পের মাধ্যমে ফসলী জমিতে দিচ্ছিলেন। এ সময় প্রতিবেশী এনায়েত উল্লাহ মিন্টু, আমিন উল্লাহ ও রবিউল হক গং তাকে একা পেয়ে পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তার উপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় সাংবাদিক ইউছুফ ভূঁইয়া সহ তার মা রজ্জবের নেছা ও বোন মরিয়ম আক্তার গুরুতর আহত হয়। পরে তাদের শোর-চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ ঘটনায় শুক্রবার বিকালে ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, ‘প্রতিবেশী কর্তৃক সাংবাদিক পরিবারের উপর হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’