1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
চৌদ্দগ্রামে প্রশাসন ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে সেনাবাহিনীর নিরাপত্তা সভা অনুষ্ঠিত - দৈনিক কুমিল্লার ডাক
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
Title :
চৌদ্দগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চৌদ্দগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি দৃষ্টান্ত হয়ে থাকবে : প্রশাসনের সাথে মতবিনিময়কালে ধর্মীয় নেতৃবৃন্দ সোনামুড়া সীমান্তে বিএসএফের সফল অভিযান : ২.১৮০ কেজি স্বর্ণ উদ্ধার চৌদ্দগ্রামে বিএনপি নেতা ডা. নোবেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত চৌদ্দগ্রামে প্রবাসীর উপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ : রাজধানীতে বাংলাদেশী নাগরিক আটক কুমিল্লা বিভাগ না দেওয়ায় শেখ হাসিনার সমালোচনা করলেন জামায়াত আমির চোর সন্দেহে বাংলাদেশী যুবককে গণধোলাই, সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন চৌদ্দগ্রামে করপাটি আইডিয়াল স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ ও আলোচনা সভা দেবিদ্বারে পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিতে এগিয়ে আব্দুল আউয়াল খাঁন।

চৌদ্দগ্রামে প্রশাসন ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে সেনাবাহিনীর নিরাপত্তা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৩০২৫ Time View

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে উপজেলা প্রশাসন ও সুশীল সমাজের সদস্যদের নিয়ে বিশেষ নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বন্যা পরবর্তী পরিস্থিতি, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকান্ড সহ বিভিন্ন বিষয় নিয়ে অবহিতকরণ বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ দমন, মাদক নির্মূল, যানজটমুক্ত রাখা সহ মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত ও উপজেলার সামগ্রীক উন্নয়নে সেনাবাহিনীর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্প কনফারেন্স রুমে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা সেনানিবাসের ৪৪ পদাতিক এর বিগ্রেড কমান্ডার, বিগ্রেডিয়ার জেনারেল মো: ফারুক হাওলাদার (এএফডবিøউসি, পিএসসি)।

সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, সিনিয়র সহকারী কমিশনার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল) নিশাত তাবাসসুম, মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিন, চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপু, কৃষি কর্মকর্তা মো: জোবায়ের আহমেদ, উপজেলা প্রকৌশলী মো: নুরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন (সাগর), বিজিবি কর্মকর্তা মো: আব্দুস সালাম, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো: মেহেদী হাসান সুজন, আনসার কর্মকর্তা মো: মোস্তাকিমুর রহমান, সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জণ চক্রবর্তী, সাংবাদিক আবু বকর সুজন, মুহা. ফখরুদ্দীন ইমন, মো: ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ, ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ শাওন, মোহাম্মদ সাব্বির ও আরমান হোসেন প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুর্গাপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় নারী আছিয়া বেগমের পরিবারের মাঝে গৃহ নির্মাণ সহযোগিতা স্বরূপ ঢেউটিন ও আরো কয়েকটি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৪৪ পদাতিক বিগ্রেড কমান্ডার, বিগ্রেডিয়ার জেনারেল মো: ফারুক হাওলাদার (এএফডবিøউসি, পিএসসি)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো: মাহিন আলম, চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাদমান ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জোবায়ের আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com