কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ধিত কলেবরে পূবালী ব্যাংকের শুভ দ্বারোদঘাটন করা হয়েছে।
রোববার (২২ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ শামীম খাঁন প্লাজায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও কুমিল্লা অঞ্চলের প্রধান মো. লতিফুর রহমান।
পূবালী ব্যাংক চৌদ্দগ্রাম শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইলিয়াস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (আইন) আনোয়ার হোসেন, কুমিল্লা প্রধান শাখা ব্যবস্থাপক আসাদুজ্জামান মজুমদার, চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ আহমেদ খাঁন, শামীম খাঁন প্লাজার স্বত্বাধিকারী ফারুক আহমেদ খাঁন শামীম, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো: আবদুল জলিল রিপন, গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, শাপলা অটোরাইস মিলের স্বত্বাধিকারী নুর হোসেন মিয়াজী, আল-নূর হসপিটালের চেয়ারম্যান মো: খোরশেদ আলম, প্রকৌশলী সাইদুর রহমান শামীম প্রমুখ।
ব্যাংক কর্মকর্তা নাহিদ আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে চৌদ্দগ্রাম পৌরসভার কাউন্সিলর কাজী বাবুল, সাইফুল ইসলাম শাহীন, শরীফ হাসান মামুন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বকর সুজনসহ ব্যবসায়ী, প্রবাসীসহ কমপক্ষে দুই শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন। পনের বছর পূর্বে ছোট পরিসরে পূবালী ব্যাংক চৌদ্দগ্রাম বাজারে যাত্রা শুরু করে। আজ থেকে বর্ধিত কলেবরে শামীম খাঁন প্লাজায় যাত্রা শুরু করলো বেসরকারি এ ব্যাংক।