1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
চৌদ্দগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান - দৈনিক কুমিল্লার ডাক
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
কুমিল্লায় বজ্রপাতে প্রাণ গেল চারজনের আওয়ামী লীগ নেতার পৈতৃক সম্পত্তি দখলে নিতে বিএনপির দুই গ্রুপে উত্তেজনা চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লায় যৌথ অভিযানে কিশোর গ্যাংয়ের মূল অস্ত্র সরবরাহকারীসহ ৯ জন আটক কুমিল্লায় ফেসবুকে আপত্তিকর তথ্য প্রচারের অভিযোগে মামলা দায়ের কুমিল্লায় কোতোয়ালী মডেল থানার অভিযানে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক বুড়িচংয়ে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪ প্রতারক শাহিন আলমের বিরুদ্ধে নিজ গ্রামে মানববন্ধন শুভ উদ্বোধন হলো কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা। চৌদ্দগ্রামে শাহিদা হত্যাকান্ডের রহস্য উদঘাটন, বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা করলো স্বামী

চৌদ্দগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৩০৩০ Time View

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার সুর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি সূচনা হয়। এরপর শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সকাল ৯টায় চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে সমাবেশ ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামাল হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের সালাম গ্রহণ করেন। শেষে কুচকাওয়াজে অংশগ্রহণকারী দল সমূহের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ, সংবর্ধনা প্রদান ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামাল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. নুরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো. জোবায়ের হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নুরুল হুদা তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান, সেক্রেটারী মু. বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান মজুমদার, আমিনুল ইসলাম চৌধুরী, শফিকুর রহমান মজুমদার, মো. হানিফ, সামছুল হক, মোখলেছুর রহমান, ছিদ্দিকুর রহমান, আবদুল মালেক, আবু বক্কর ছিদ্দিক, ডা. নজির আহমেদ, একেএম শাহজাহান ভূঁইয়া, আবদুর রহমান, জহিরুল কাইয়ুম, কবির আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সহস্রাধিক মানুষের জন্য গণইফতার এর আয়োজন করা হয়। এ ইফতারে উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com