মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মো: মিলন কাজী (৪০) নামে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে। আটককৃত মিলন কাজী উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত ফজলে করীম কাজীর ছেলে। তার গ্রামের বাড়ী শরীয়তপুর জেলায় বলে জানা গেছে। শনিবার (০২ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান।
থানা সূত্রে জানা গেছে, আটককৃত মিলন কাজীর বিরুদ্ধে একটি মাদক মামলায় ৫ বছরের সাজা পরোয়ানা সহ আরেকটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সাজা ও গ্রেফতারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান এর নির্দেশে থানার উপ-পরিদর্শক মো: আব্দুল মতিন, সুজন কুমার চক্রবর্তী, মোহাম্মদ ওসমান গণি, বাপ্পী কবিরাজ, সহকারী উপ-পরিদর্শক জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে মো: মিলন কাজীকে তার বর্তমান বসত বাড়ী থেকে গ্রেফতার করে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: আব্দুল মতিন বলেন, ‘সাজা ও গ্রেফতারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে বাতিসা ইউনিয়নের কালিকাপুর থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত ১ আসামীকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’