রবিবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এক আলোচিত হত্যা মামলার রায় ঘোষণা করেন। এই মামলায় চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন বাচ্চুসহ নয়জনকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিবাদ করায় যুবলীগ সভাপতি জামাল উদ্দিন ওরফে বাক্কাকে হত্যা করা হয়।
আসামির তথ্য: মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন:
ইসমাইল হোসেন বাচ্চু (৫৫), কুলাসার গ্রাম, চৌদ্দগ্রাম
আব্দুর রহমান, আলকরা গ্রাম, চৌদ্দগ্রাম
মফিজুর রহমান খন্দকার (৪২), শিলরী গ্রাম, চৌদ্দগ্রাম
জিয়াউদ্দিন শিমুল (৪২), কেন্দুয়া গ্রাম, চৌদ্দগ্রাম
জাহিদ বিন শুভ (২৮), শিলরী গ্রাম, চৌদ্দগ্রাম
রেজাউল করিম বাবলু (৩৮), আলকরা গ্রাম, চৌদ্দগ্রাম
মোঃ আমির হোসেন (২৭), উত্তর শর্শদী, চৌদ্দগ্রাম
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন:
নুরুল আলম (৩৩), আলকরা গ্রাম, চৌদ্দগ্রাম
কফিল উদ্দিন (২৭), আলকরা গ্রাম, চৌদ্দগ্রাম
নুরুন্নবী সুজন (২৭), শিলরী গ্রাম, চৌদ্দগ্রাম
ইকবাল আহাম্মদ (২৭), কুলাসার গ্রাম, চৌদ্দগ্রাম
সাইফুল ইসলাম (৩৪), আলকরা গ্রাম, চৌদ্দগ্রাম
মাহফুজুর রহমান খন্দকার (২৮), শিলরী গ্রাম, চৌদ্দগ্রাম মোঃ মোশাররফ হোসেন (৪৫), কুলাসার গ্রাম, চৌদ্দগ্রাম, মোঃ আলাউদ্দিন (৪০), নোয়াবাদ গ্রাম, চৌদ্দগ্রাম মোঃ আলী হোসেন (৩৩), আশফালিয়া গ্রাম, চৌদ্দগ্রাম।
খালাস প্রাপ্ত আসামিরা হলেন:
নজরুল ইসলাম শিমুল (২৭), ভাজনকরা গ্রাম, চৌদ্দগ্রাম মোঃ আজিম উদ্দিন (২৮), ভাজনকরা গ্রাম, চৌদ্দগ্রাম আনোয়ার হোসেন সোহেল (৩৩), ভাজনকরা গ্রাম, চৌদ্দগ্রাম আতিকুর রহমান প্রঃ নান্টু (২৬), শিলরী গ্রাম, চৌদ্দগ্রাম ইউসুফ হারুন মামুন (৪২), কুলাসার গ্রাম, চৌদ্দগ্রাম।
মামলার বিবরণ: মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ৮ জানুয়ারি দিবাগত-রাত ৮টায় প্রধান আসামি ইসমাইল হোসেন বাচ্চুসহ অপরাপর আসামিরা পরষ্পর যোগসাজশে যুবলীগ সভাপতি জামাল উদ্দিন ওরফে বাক্কাকে হত্যা করেন। এ ব্যাপারে নিহতের বড়বোন জোহরা আক্তার বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন। তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
রায়ের বিবরণ: রায় ঘোষণাকালে আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি মোঃ আলী হোসেন। বাকী সকল আসামি-ই পলাতক ছিলেন। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষে নিযুক্তীয় বিজ্ঞ কৌশলী এপিপি মোঃ জাকির হোসেন বলেন, উচ্চ আদালত রায় বহাল রেখে শীঘ্রই কার্যকর করবেন। অপরদিকে, আসামিপক্ষে নিযুক্তীয় বিজ্ঞ আইনজীবী মোঃ মাসুদ সালাউদ্দিন ও মোঃ আ.হ.ম তাইফুর আলম বলেন, রায়ে কপি হাতে পেলে উচ্চ আদালতে আপীল করবো।