মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনীর বিশেষ অভিযানে সরকারি জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছ্বেদ করা হয়েছে। এর ফলে সরকার তার নিজস্ব জায়গা ফিরে পেলো।
বুধবার দুপুরে উপজেলার বাতিসা ইউনিয়নের বাতিসা বৈদ্দের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এ সময় সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের পৃথক দু’টি টিম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ স্থানীয় কতিপয় প্রভাবশালী লোকজন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা-তারাশাইল সড়কের পাশের ০১নং খাস খতিয়াতের সরকারি জায়গায় অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করে ব্যবসা-বানিজ্য করে আসছিলো। এতে সাধারণ পথচারি সহ যানবাহন চলাচলে ব্যাঘাত ও সড়কে প্রতিনিয়ত যানজট লেগেই থাকতো। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দখলকারীদেরকে বারবার অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হলেও তারা স্থপনা সরিয়ে না নেওয়ায় বুধবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসনের নির্দেশে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারি জায়গায় নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছ্বেদ ও সরকারি খাস খতিয়ানের ০১ শতাংশ জায়গা উদ্ধার করা হয়েছে। উচ্ছে¡দ অভিযানের বিশেষ সফলতায় সর্বমহলে প্রশংসার জোয়ার বইছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, জেলা প্রশাসনের নির্দেশে বাতিসায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছ্বেদ ও সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে এখনো সরকারি জায়গা অবৈধ দখলে রয়েছে। উচ্ছ্বেদকৃত জায়গা আবার কেউ দখল করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেসব জায়গা দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।