গত মঙ্গলবার সকালে উপজেলার পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর মো: মাহিন আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার উজ-জামান, মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ শাহাদাৎ হোসেন, চৌদ্দগ্রাম পূজা উদযাপন কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মাস্টার অনিল চন্দ্র দেবনাথ, জামায়াত ইসলামীর চৌদ্দগ্রামে উপজেলা আমীর মো: মাহফুজুর রহমান, সেক্রেটারী মু. বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, পৌর বিএনপির আহবায়ক মো: হারুন অর রশিদ মজুমদার, মাস্টার নান্টু চন্দ্র দেবনাথ, ডা. তৈফিকুল আলম তারেক, সনাতন ধর্মালম্বী নেতা শংকর মজুমদার ও বলরাম কর্মকার প্রমুখ।