1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
চৌদ্দগ্রামে সবজির চড়া মূল্যে সাধারণ মানুষ দিশেহারা, ঝাল বেশি কাঁচা মরিচে - দৈনিক কুমিল্লার ডাক
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ডাক্তারের বিরুদ্ধে তদন্তের দাবি ছাত্রলীগ নেতা শিপন আটক : বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগ কুমিল্লায় মাদরাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা কুমিল্লা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ : মাদক কারবারিদের হামলার বিচার দাবি কুমিল্লায় মাদক কারবারিদের তাণ্ডব : সাংবাদিকসহ ২০ বাড়িতে হামলা, আহত কলেজ ছাত্র শেখ হাসিনার সঙ্গে নবনিযুক্ত পিপির ছবি নিয়ে সমালোচনার ঝড় চৌদ্দগ্রামে ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী আটক চৌদ্দগ্রামে হাইওয়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ময়নামতি হাইওয়ে পুলিশের সফল অভিযান : মহাসড়কে ফিরেছে শৃঙ্খলা

চৌদ্দগ্রামে সবজির চড়া মূল্যে সাধারণ মানুষ দিশেহারা, ঝাল বেশি কাঁচা মরিচে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩০৩১ Time View

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে কাঁচা সবজির বাজার আকাশ চুম্বি। যাদের মাছ-মাংস খাওয়ার সাধ্য ছিল না, ভরসা ছিল শুধু শাক-সবজিতেই। বাজারে সবজির চড়া মূল্যের ফলে সেই শাক-সবজিই এখন তাদের কাছে বিলাসী পণ্য। যারফলে সাধারণ মানুষ আজ দিশেহারা।

বাজারে একশ’ টাকার নিচে কোনো সবজি এখন পাওয়া যাচ্ছে না। জনসাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে শাক-সবজি। দিন যতই যাচ্ছে সবজিতে উচ্চ মূল্যের উত্তাপ ছড়াচ্ছে। ফলে সবজি কেনা তো দূরের কথা, হাত দেওয়াই দুষ্কর হয়ে পড়েছে।

উপজেলার চৌদ্দগ্রাম বাজার, মুন্সীরহাট বাজার, মিয়াবাজার সহ বেশ কয়েকটি বাজারে সোমবার (১৪ অক্টোবর) সরজমিন ঘুরে দেখা গেছে, বাজারে ১ কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। টমেটোর কেজি প্রতি দাম ২৬০ টাকা, ধুন্দল ১২০ টাকা, তিতা করলা ৮০ থেকে ১০০ টাকা, বরবটির কেজি ১৪০ টাকা থেকে ১৬০ টাকা, ঝিঙ্গা বা চিচিঙ্গার কেজি ১০০ টাকা, পটল ৮০ টাকা, ওলকচু ৮০ থেকে ১০০ টাকা, কচুর ছড়া ৭০ টাকা থেকে ৮০ টাকা, কচুর লতির আঁটি ১০০ টাকা, লাউ গড়ে প্রতি পিস ১১০ থেকে ১৩০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৬০ থেকে ৭০ টাকা, শসা ৮০ টাকা, কাঁচা পেঁপে ৬০ টাকা, গাজর ১৮০ থেকে ২০০ টাকা, ঢেঁড়শ ১০০ টাকা, বেগুন ১৪০ টাকা, দেশি সিম ২৫০ টাকা, ডিমের হালি ৬০ টাকা, ছোট আকারের কুমড়ার শাক কিংবা লাউ শাকের আঁটি ৭০ থেকে ৮০ টাকা, কলমি শাকের আঁটি ২০ টাকা, লাল শাকের আঁটি ৬০ থেকে ৭০ টাকা। এভাবে প্রতিটি শাক-সবজির বর্তমান বাজার মূল্য বেশ চড়া।

চৌদ্দগ্রাম পৌর এলাকার ফালগুনকরা গ্রামের লায়লা বেগম বলেন, ছোট ছেলের বায়নায় বাজারে এসে ব্রয়লার মোরগ কিনে সবজি কিনতে গিয়ে দেখি কাঁচা সবজির দাম আকাশ চুম্বি। ভেবেছিলাম, দুয়েক পদের সবজি কিনে বাড়ী ফিরবো। কিন্তু সবজির দাম বেশি হওয়ায় ১২০ টাকা এক কেজি ধুন্দল কিনে বাড়ী ফিরে যাচ্ছি। অথচ অল্প কিছুদিন পূর্বেও এই ধুন্দল এর দাম ছিলো কেজি প্রতি মাত্র ৪০-৫০ টাকা। দিনদিন কাঁচা সবজির দাম যে হারে বাড়ছে, এতে সবজি কেনার ক্ষমতা হারাচ্ছে সাধারণ মানুষ।

সবজি ক্রেতা কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের মো: আব্দুল হান্নান নয়ন জানান, বাজারে মাছ-মাংসের দাম বেশি। সাধারণ মানুষের ভরসা ছিল শাক-সবজি। কিন্তু সেটাও প্রতিদিন আমাদের সাধ্যের বাহিরে চলে যাচ্ছে। একশ’ টাকার নিচে কোনো প্রকার সবজি কেনা যায় না। এ অবস্থায় মানুষ খাবে কী?

চৌদ্দগ্রাম বাজারের কাঁচা সবজি ব্যবসায়ী মো: ওসমান বলেন, আমরা প্রায় সময়ই কুমিল্লার উত্তরাঞ্চলের নিমসার বাজার থেকে সবজি চালান করে থাকি। সাম্প্রতিক বন্যার কারণে জেলার প্রতিটি উপজেলায় সবজি চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই পাইকারি বাজারেও চাহিদার তুলনায় সবজির যোগান কম থাকায় দাম চড়া। কেউ কেই অন্যান্য জেলা থেকে সবজি আমদানি করছে। এতে ভাড়া সহ আমদানি খরচ বেশি পড়ছে। এরফলে সবজির দাম আগের তুলনায় বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com