1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
'ছাত্রজনতা ইন্ডিয়ার একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে এদেশ থেকে বিতাড়িত করেছে' : কামরুল হুদা - দৈনিক কুমিল্লার ডাক
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
Title :
চৌদ্দগ্রামে সিঁদ কেটে বসতঘর থেকে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি ডেঙ্গু আক্রান্ত্র হয়ে চৌদ্দগ্রামে শিবির নেতার মৃত্যু পদুয়ার বাজারে মাছের মেলা : সপ্তাহে দু’দিন কোটি টাকার বেচাকেনা চৌদ্দগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসী রাজীব ও শাহীনকে আটক করেছে সেনাবাহিনী সামান্য বালুর জন্য শিশুকে ডোবাতে ফেলে দিলেন শিক্ষক, ভিডিও ভাইরাল সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদার যুবদল নেতা পিয়ালের মৃত্য : বন্ধু ও রাজনৈতিক অঙ্গনে শোকের মাতম বিএনপি-জামায়াত দন্ধে পুনর্বাসন হচ্ছে আওয়ামী লীগ চৌদ্দগ্রামে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছ্বেদ, সরকারি জায়গা উদ্ধার

‘ছাত্রজনতা ইন্ডিয়ার একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে এদেশ থেকে বিতাড়িত করেছে’ : কামরুল হুদা

মনোয়ার হোসেন :
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৩০ Time View

মনোয়ার হোসেন:

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা বলেছেন, ‘আজকে সুযোগ হয়েছে মুক্ত পরিবেশে কথা বলার। গত ১৭ বছর একটি দল, একটি শাসক, একটি ভয়ানক ফ্যাসিবাদ এদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। শত সহস্র ভাই রক্ত দিয়েছে, তাঁদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে আওয়ামী ফ্যাসিবাদকে বিতাড়নের জন্য। ইন্ডিয়ার এজেন্ট, ইন্ডিয়ার একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে এদেশ থেকে বিতাড়নের জন্য।
১৭ বছরে কিন্তু বিএনপি থেমে ছিল না। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলন করেছেন’।

কামরুল হুদা আরো বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য দল গঠন করেছিলেন। জনশক্তি রপ্তানি ও তৈরী পোশাক শিল্পের যুগান্তকারী দুই সিদ্ধান্ত নিয়েছিলেন। এই দুই সিদ্ধান্তের উপর আজকে বাংলাদেশের অর্থনীতি।

তিনি বলেন, ‘এ জনপদের মানুষ ইসলামি মূল্যবোধ নিয়ে বড় হয়েছে। আমরা নামাজ পড়ি, আমরা মুসলমান। কিন্তু আমাদেরকে ধর্মান্তরিত করার জন্য আওয়ামীলীগ সরকার শত সহস্র ষড়যন্ত্র করেছে, মাদ্রাসা শিক্ষক হিসেবে নিয়োগ করেছে হিন্দু। পাশ্ববর্তী দেশের সরকারকে খুশি করার জন্য পাঠ্যবইতে নবী করিম (সাঃ) এর জীবনী বাদ দিয়ে রামের জীবনী ঢুকিয়ে ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র করেছে ভূ-খন্ডকে নিয়ে, এ দেশের মানচিত্রকে নিয়ে’।

তিনি সোমবার (১৬ ডিসেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে গুণবতী ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গুণবতী ডিগ্রি কলেজ মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গুণবতী ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, পৌর বিএনপির আহবায়ক হারুন-অর-রশিদ মজুমদার, উপজেলা বিএনপির সহসভাপতি শাহাবুদ্দিন ফরায়েজী লাল্টু, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন,
সহ সাধারণ সম্পাদক কাজী শাহিন রেজা, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ শাহ আলম, পৌর বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক যুবরাজ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা ছাত্রদল নেতা ফখরুল ইসলাম, আলকরা ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আবদুর রউফ, বাতিসা ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক মো: রাশেদ, গুণবতী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি রাশেদুল ইসলাম তুহিন, গুণবতী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব, নাছির ভূঁইয়া, বেলাল উদ্দিন, জসিম উদ্দিন, কৃষকদলের আহবায়ক হেদায়েত উল্যাহ, স্বেচ্ছাবেকদলের আহবায়ক জামাল উদ্দিন খন্দকার, সদস্য সচিব ইস্রাফিল ইসলাম সুজন, প্রবাসী বিএনপি নেতা তানহা রাজ, মনির হোসেন, গুণবতী যুবদলের আহবায়ক গোলাম রসুল, মারুপ রেজা, আজাদ আল মামুন, নুরুল আমিন সেলিম, মেহেদী হাসান মিনার, ছাত্রদল নেতা তপু চৌধুরী, আসিফ ইকবাল।

গুণবতী ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল হুদা ও সদস্য সচিব ইউসুফ হোসেন আরিফ জিয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদলে, ছাত্রদল, কৃষকদল, তাঁতীদল ও মৎস্যজীবিদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com