কাজী নাফিস আব্দুল্লাহ
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনে দিন দিন রাজনৈতিক মাঠে সক্রিয় হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য এবং দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। নিয়মিত গণসংযোগ, কৌশল বিনিময় ও পথসভার মাধ্যমে তিনি জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছেন।
এই ধারাবাহিকতায় ১৯ জুন বৃহস্পতিবার সকাল ৯টায় কুমিল্লা মহানগরের ২১ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর চৌমুহনী থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করেন তিনি। গণসংযোগে সভাপতিত্ব করেন ওয়ার্ড আমীর মাওলানা ইব্রাহীম মুসাফির।
গণসংযোগকার্যক্রমে আরও উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর মাস্টার মোসলেউদ্দিন
ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি আবুল হাশেম, সেক্রেটারি মাওলানা কেফায়েত উল্লাহ, শ্রমিক নেতা কাজী মতিউর রহমান, সমাজসেবক আবুল কাশেম সর্দার, জামাল উদ্দিন, জাফর আহমেদ ভূঁইয়া, মাহফুজুর রহমান, ছাত্রনেতা রুবেল হোসেন, জালাল আহমেদসহ আরও অনেকে।
গণসংযোগকালে প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে তাদের মতামত শোনেন। তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্ন বাস্তবায়নে জামায়াতের অঙ্গীকার তুলে ধরেন।
স্থানীয় এলাকাবাসীও এই গণসংযোগে আগ্রহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। তারা বলেন, কাজী দ্বীন মোহাম্মদের মতো প্রার্থীদের সক্রিয়তা ও আন্তরিকতা প্রমাণ করে যে তিনি সত্যিকারের জনগণের পাশে থাকতে চান।