উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জাল ভোট দেওয়ায় গুনাইঘর ইউনিয়নের ওবায়দুল হাসান রাসেল ( ৪০) ও একই এলাকার মো শান্ত (২৫) নামের এক যুবককে সাত দিনের সশ্রম কারাদণ্ড দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরী।
বুধবার (২৯ মে) দেবিদ্বার উপজেলায় জাল ভোট দেওয়ায় গুনাইঘর ইউনিয়নে গুনাইঘর (উ:)সরকারি প্রাথমিক বিদ্যায়লয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জাল ভোট দেওয়ায় কারাদণ্ডপ্রাপ্ত ওই যুবক উপজেলার উওর গুনাইঘর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এক্সেটিভ ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরী বলেন, গুনাইঘর (উ:) সরকারি প্রাথমিক বিদ্যায়লয় কেন্দ্রে জাল ভোট দেওয়া সময় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ সালের ৭২নং বিধিতে দোষী সাব্যস্ত করে এ সাজা প্রদান করা হয়।
তিনি আরও বলেন, বিকাল ৫ টার দিকে তাকে কুমিল্লায় জেলা কারাগারে পাঠানো হবে।
প্রসঙ্গত, তৃতীয় ধাপে ব্যালট পেপারের মাধ্যমে দেবিদ্বার, বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩য় দফা নির্বাচনে সকাল ৮টা হতে ভোটগ্রহণ চলে।