কুমিল্লার সাংবাদিক, মানবাধিকার কর্মী ও ক্ষুদ্র ব্যবসায়িক উদ্যোক্তা মওদুদ আব্দুল্লাহ শুভ্র জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। ২০১৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন প্রশাসনিক মহলে অভিযোগ করেও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পাননি তিনি। সন্ত্রাসীরা এতটাই বেপরোয়া যে তারা কাউকে ভ্রুক্ষেপ পর্যন্ত করে না। আইনি প্রশাসনিক নিরাপত্তা ও আইনগত সুরক্ষার কোনো ফল না পেয়ে হতাশ এই তরুণ সাংবাদিক ও ক্ষুদ্র ব্যবসায়ী।
সর্বশেষ, কুমিল্লা কোতোয়ালি থানায় একটি অভিযোগ অবগতির আবেদন জমা দেন মওদুদ শুভ্র। অভিযোগের এসডিআর নম্বর-২২২৪, তারিখ ০৫.১২.২০২৪। অভিযোগে তিনি উল্লেখ করেন যে, তিনি মানবাধিকার কর্মী, সাংবাদিক, মেসার্স মওদুদ ভ্যারাইটিজ কনস্ট্রাকশন ও মওদুদ বিল্ডার্সের একক স্বত্বাধিকারী ও ব্যক্তিগত ক্ষুদ্র ব্যবসায়িক উদ্যোক্তা। ইতিপূর্বে তাকে তার দায়ের করা মামলার আসামীদের পক্ষের সক্রিয় লোকজন মোবাইল নাম্বার ও প্রকাশ্যে হুমকি দিয়ে আসছে। গত ০৩ আগস্ট, ২০২৪ তারিখে মওদুদ শুভ্রকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে।
মওদুদ শুভ্র জানান, মামলার আসামিরা পলাতক থাকায়, তাদের পরোক্ষ লোকজন প্রতিনিয়ত বিভিন্ন ছদ্মবেশে মোটর সাইকেল, প্রাইভেটকার ইত্যাদি দ্বারা তার চলাফেরা অনুসরণ করে এবং প্রকাশ্যে হুমকি দেয়। তারা চাঁদার টাকা না পেলে তাকে হত্যা, গুম, খুন করবে বলে হুমকি দেয়। এছাড়া, মওদুদ শুভ্রের ফেসবুক আইডি হ্যাকিং করে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালাচ্ছে।
মাসিক মানবাধিকার খবর সম্পাদক ও প্রকাশক রিয়াজ উদ্দিন বলেন, “মওদুদ শুভ্র মানবিক ও সামাজিক উচ্চ শিক্ষিত মানুষ। তার উপর এইরকম বর্বরতার মূলক আক্রমণ তীব্র নিন্দা জানিয়ে অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি চেয়ারম্যান এডভোকেট সাইদ শাওন বলেন, “মওদুদ আব্দুল্লাহ শুভ্র একজন মানবাধিকার কর্মী। তিনি বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ। তার উপর এইরকম সন্ত্রাসী আক্রমণ ও বর্তমানে যারা তার সাথে অপরাধের আশ্রয় নিচ্ছে, তাদের দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।”
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, “পুলিশ মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে।”