কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শুভপুর গ্রামে টাকার সংকটে রোগের জ্বালা সইতে না পেরে সফিকুল ইসলাম (৫৬) নামের এক বৃদ্ধ বিষ পান করে আত্মহত্যা করেছেন। সে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শুভপুর গ্রামের মৃত মোসলেম মিয়ার পুত্র।
সোমবার (৩ ফেব্রুয়ারী) দিবাগত রাত ২টায় মৃতের নিজ ঘরে ওই আত্মহত্যার ঘটনাটি ঘটে। ঘটনায় ৪ ফেব্রুয়ারী সকালে দেবীদ্বার থানা পুলিশের একটি দল মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সফিকুল ইসলাম ডায়াবেটিকসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। আর্থিক সমস্যা থাকায় প্রয়োজনীয় চিকিৎসা খরচ মেটাতে কষ্ট হত। তাই রোগের জ্বালা সইতে না পেরে গত রাতে কীটনাশক পান করেন। পান করার পর পরিবারের লোকজনের কাছে বলে যান। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়ার সময় রাস্তার মধ্যে তিনি মৃত্যুবরন করেন।
এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করেছি। ঘটনার একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী ব্যাবস্থা নেব।