1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
টানাপোড়ন বাদ দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই : মজিবুর রহমান মঞ্জু - দৈনিক কুমিল্লার ডাক
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন
Title :
ছাত্রলীগ নেতা শিপন আটক : বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগ কুমিল্লায় মাদরাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা কুমিল্লা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ : মাদক কারবারিদের হামলার বিচার দাবি কুমিল্লায় মাদক কারবারিদের তাণ্ডব : সাংবাদিকসহ ২০ বাড়িতে হামলা, আহত কলেজ ছাত্র শেখ হাসিনার সঙ্গে নবনিযুক্ত পিপির ছবি নিয়ে সমালোচনার ঝড় চৌদ্দগ্রামে ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী আটক চৌদ্দগ্রামে হাইওয়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ময়নামতি হাইওয়ে পুলিশের সফল অভিযান : মহাসড়কে ফিরেছে শৃঙ্খলা চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়ন আওয়ামী সন্ত্রাসী হানিফ মিয়ার নিয়ন্ত্রণে, কোনঠাসা জামায়াত-বিএনপি!

টানাপোড়ন বাদ দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই : মজিবুর রহমান মঞ্জু

মনোয়ার হোসেনঃ
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৩০২৩ Time View

মনোয়ার হোসেনঃ

এ বি পার্টি’র (আমার বাংলাদেশ পার্টি) কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ফ্যাসিবাদী সরকারের আমলে আমাদেরকে রাজনৈতিক কার্যক্রম চালাতে দেওয়া হয়নি। ছাত্র জনতার অভ্যুত্থানে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। গণঅভ্যুত্থানের মূল নেতৃত্বে ছিলো ছাত্ররা। আর তাদের সহযোগীতায় সব রাজনৈতিক দলের পাশাপাশি জনতারা একত্রিত হয়ে কাজ করেছিলো। বিজয় অর্জন সহজ, কিন্তু বিজয়কে ধরে রেখে সামনে এগিয়ে যাওয়া কঠিন। এখন আমাদের বড় দায়িত্ব সামনের দিকের চ্যালেঞ্জ সঠিকভাবে পরিচালনা করা। এখন ছাত্র ও রাজনৈতিকদলগুলোর মধ্যে কার অবদান বেশী এটা নিয়ে টানাপোড়ন সৃষ্টি হয়েছে। আমরা বলতে চাই, সব টানাপোড়ন বাদ দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই।

রবিবার (১৩ অক্টোবর) সকালে কুমিল্লা নগরীর হিলটন টাওয়ারে ক্যাপসিকাম রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেছেন তিনি।

এসময় মতবিনিময় সভায় মজিবুর রহমান মঞ্জু আরো বলেন, আমাদের দলের নিবন্ধন নানা ষড়যন্ত্র করে ফ্যাসিবাদ সরকার বাতিল করে দিয়েছিলো। পরে আদালতের রায়ে আমরা তা ফিরে পেয়েছিলাম। আমরা বাংলাদেশের ৫০ তম রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনভুক্ত হই। তাছাড়া আন্দোলনের সময় আমাদের লোকদেরকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে আমরা সরব ছিলাম। আমরা মেডিকেল টিম গঠন করেছিলাম ছাত্রদের জন্য। আমরা আইনী সহায়তা টিমও গঠন করেছিলাম তখন।হসপিটালগুলোতে আমাদের হেলথ টিম ছিলো। ঝুঁকি নিয়ে আমরা আহতদের সেবা করেছি। এই কারণে আমাদের জন্য গ্রেফতারী পরোয়ানাও জারি হয়েছিলো। অনেক নেতাকর্মীদের গ্রেফতারও করা হয়েছিলো।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমরা অধিকার প্রতিষ্ঠার রাজনৈতিক দল গঠন করেছি। আমরা রাষ্ট্রের সমস্যাগুলোর সমাধানমূলক কাজ করবো। আমাদের দল জামাতের অংশ নয়। তাদের নীতি কিংবা আদর্শের সাথে আমাদের মিল নেই। আমরা জামাতের কোনো সংস্কার পন্থি দলও নই। এবি পার্টি একটি গণতান্ত্রিক দল৷ তবে নির্বাচনের প্রয়োজনে কিংবা বৃহত্তর দাবির প্রয়োজনে এবি পার্টি জোট করবে। পরিস্থিতি বিবেচনা করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ১৮ মাস কিংবা ২৪ মাসের মধ্যে সংস্কার কাজগুলো সম্পন্ন করার আহবান জানিয়েছি যাতে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার পেতে পারি। এসময় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, এবি পার্টির সদ্য সাবেক আহবায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই আমি আহবায়কের পদ থেকে পদত্যাগ করেছি। দলের ভেতরে যাতে গণতন্ত্র বজায় থেকে সেই উদ্দেশ্যেই আমি এই পদ থেকে সরে দাঁড়িয়েছি। বাইরে গণগন্ত্রের বুলি ছড়িয়ে নিজের দলেই গণতন্ত্র বজায় রাখলাম না, তা হতে পারে না৷ এসময় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ। সভায় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য লে. কর্নেল (অব.) দিদারুল আলম, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিষ্টার জোবায়ের আহমেদ ভূঁইয়াসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। পরে মতবিনিময় সভাশেষে কুমিল্লা জেলা ও মহানগরের আহবায়ক কমিটি গঠন করে নাম ঘোষণা করা হয়। কুমিল্লা জেলায় মিয়া মোঃ তৌফিককে আহবায়ক, আবদুল কাইয়ুম কে সদস্য সচিব, আবু সালেহ মোঃ মাসুদ কে সাংগঠনিক সম্পাদক করা হয়৷ এছাড়াও কুমিল্লা মহানগরে মোঃ গোলাম সামদানীকে আহবায়ক, ওমর ফারুক সোহাগকে যুগ্ম আহবায়ক, আবু সাইদকে সদস্য সচিব, ইসমাইল হোসেনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com