1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
ট্রেন বন্ধ : কুমিল্লা রেল স্টেশন থেকে চলছে বিআরটিসির বাস - দৈনিক কুমিল্লার ডাক
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় মামলা করে বিপাকে সাংবাদিক! ১০ লাখ টাকা চাঁদা দাবি আসামিদের মুরাদনগরে আকুবপুর হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দেবীদ্বারে রুবেল হত্যা মামলার আসামী ছাত্রলীগ কুমিল্লা (উত্তর) জেলা সাধারন সম্পাদক সাইফুল গ্রেফতার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজে বসন্ত বরণ ও তারুণ্যের পিঠা উৎসব -সন্তানের স্বীকৃতির দাবিতে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন এটিএম আজহারকে মুক্তি দিন, না হয় বিদায় নিন : সরকারের উদ্দেশ্যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লায় ঘন কুয়াশায় দুর্ঘটনার শিকার ৮ পরিবহন, আহত ১৫ এসপি নিজেই ইয়াবা ব্যবসায় জড়িত! ডিএনসি উপপরিচালক ইমরুল হাসানের বিরুদ্ধে কুমিল্লায় গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক এম সাদেক ইন্তেকাল করেছেন

ট্রেন বন্ধ : কুমিল্লা রেল স্টেশন থেকে চলছে বিআরটিসির বাস

নিজস্ব প্রতিবেদক :
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৩০৩৪ Time View

রানিং স্টাফদের কর্মবিরতিতে সারাদেশে বন্ধ আছে ট্রেন চলাচল। যাত্রীদের ভোগান্তি কমাতে ট্রেনের টিকিট ব্যবহার করে গন্তব্যে পৌঁছে দিতে শুরু হয়েছে বিআরটিসি বাসের সার্ভিস।

আজ মঙ্লবার বেলা ১২টায় এই সার্ভিস ব্যবহার করে কুমিল্লা রেল স্টেশন থেকে বাসে সিলেটে রওয়ানা হয়েছেন যাত্রীরা।

বেলা ৩টায় যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার জন্যও প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিআরটিসির কর্মকর্তারা।

তবে অনেকেই বিষয়টি জানেন না বলে, অতিরিক্ত বাস ভাড়া দিয়ে যেতে হচ্ছে গন্তব্যে।

বিআরটিসি কুমিল্লার ম্যানেজার (অপারেশন) মো. মোশারফ হোসেন সিদ্দিকী বলেন, যারা অনলাইনে টিকিট কেটে ফেলেছেন তারা বিনামূল্যে বাসে যেতে পারবেন। এর মধ্যে কুমিল্লা থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের টিকেটে ১৫ যাত্রী বাসে সিলেটে রওনা হয়েছেন।

ট্রেনের টিকেট কেটে বাসে রওনা হওয়া যাত্রী রেহানা আফসার বলেন, “ট্রেনের টিকেটে বাসে সিলেট যাচ্ছি। তবে সকাল ১০টায় রওনা হবার কথা ছিলো- দুই ঘণ্টা দেরিতে যেতে হচ্ছে। ”

আরেক যাত্রী মনিরুল ইসলাম জানান, “যারা টিকেট ফেরত দিতে আসছে তারা বিষয়টি জানছে- অনেকে জানেন না এভাবে যাওয়া যায়। যাই হোক, দ্রুত ট্রেন না চললে দুর্ভোগ বাড়বে।”

তবে বাস না পাওয়া আরেক যাত্রী সাইদুর মোল্লা বলেন, “আমি জানতাম না ট্রেনের টিকেট দিয়ে বাসে যাওয়া যায়। দুইবার টাকা খরচ করে সিলেট যেতে হচ্ছে।”

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় সোমবার রাত ১২টার পর থেকে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। এতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ আছে।

পরে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এ অবস্থায় রেলের বিকল্প হিসাবে গুরুত্বপূর্ণ রেল রুটে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের রেলের টিকেট ব্যবহার করে বিআরটিসি বাসে ভ্রমণ করতে পারবেন। এছাড়া ওইসব স্থান থেকে ঢাকায় আসতে পারবেন।”

কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শেখ মো. আনোয়ার হোসেন জানান, “যারা স্টেশনের টিকেট রিফান্ড করতে আসছেন তারাই বিষয়টি জানতে পারছেন। যাদের কাছে টিকেট আছে তারা চাইলে বিআরটিসি বাসের সেবাটি ব্যবহার করে যেতে পারবেন।”

তিনি আরো জানান, “বেলা ৩টায় কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেসের যেসব যাত্রীরা টিকেট রিফান্ড করতে আসবেন তারা চাইলে বাসের সেবাটি ব্যবহার করে ঢাকা যেতে পারেন।”

বিআরটিসি ম্যানেজার মোশারফ হোসেন বলেন, “পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সুবিধা চালু থাকবে। রেলওয়ে কর্তৃপক্ষ যেখানে চাইবেন আমরা বাস দিতে পারব। কোনো অসুবিধা নাই।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com