গতকাল কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক রুপসী বাংলা ও দৈনিক ডাক প্রতিদিন পত্রিকার শেষ পাতায় “৫১ লক্ষ টাকা নিয়ে ঠিকাদার উদাও”শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট ব্যাবসায়ী ও ঠিকাদার দেবিদ্বার উপজেলার ভোষনা গ্রামের মো: লোকমান হোসেন। এক প্রতিবাদ লিপিতে তিনি জানান, আমার নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বিল্লাল (র:) এন্টারপ্রাইজ নামীয় প্রতিষ্ঠান হতে এলজিআরডি এর আওতায় মুরাদনগর উপজেলার গান্দ্রা গ্রামের রাস্তা উন্নয়নের কাজের চুক্তিমূল্য ১কোটি ৬ লক্ষ টাকা নির্ধারন করা হয়। আমি কাজ উত্তোলনের জন্য ঠিকাদার আব্দুল কাদেরের সাথে চুক্তি করি, যা ২০২২ সালে সম্পন্ন করার কথা। কিন্তু কাজটি ৪০% সম্পূর্ণ করে, বাকি ৬০% কাজ না করেই। এ পর্যন্ত কাজ করতে খরচ বাবত কাজী লোকমান ও মামুন টাকা দেয় ২৭ লক্ষ ছাব্বিশ হাজার ৮ শত পচাঁত্তর টাকা। আব্দুল কাদের দিয়েছেন ১৪ লক্ষ ২৮ হাজার ৬ শত পচাঁনব্বই টাকা। এরই মধ্যে এলজিইডি কর্তৃক চলতি বিল হিসেবে ১৩ লক্ষ ৬৪ হাজার ১শত ১৩ টাকা পাওয়া যায়। ব্যাংক থেকে ১৩ লক্ষ টাকা তুলে আনতে আব্দুল কাদের কে দেওয়া হলে, চেক হাতে পেয়ে একাধিক মাদক মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে নিরিহ ছাত্রদের উপর নির্বিচারে গুলি, ককটেল বিস্ফোরণকারী আঃ কাদের বাকি কাজ না করে’ই সম্পূর্ণ বিলের ১৩ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। আমি তাকে সম্পূর্ন কাজ শেষ করে বিল নেবার জন্য বলি। কিন্তু সে কোনভাবেই তা মানতে নারাজ। এ ঘটনাকে ভিন্নখাতে নিয়ে গিয়ে অসৎ উদ্দেশ্য হাসিল করার লক্ষে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায়। যে সংবাদ প্রকাশের পর আমার অপূরনীয় ক্ষতি হয়েছে। বিষটি আমি আমার ব্যবসায়ী সহযোগী ও আইনজীবির সঙ্গে আলচনা করে মানহানি ও সমাজে হ্যাও প্রতিপন্য করায় আইনগতভাবে পরবর্তী পদক্ষেপ যা নেওয়ার মনস্থির করেছি। আমি এ ধরনের মনগরা, একচ্যাটিয়া সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া এরকম সংবাদ প্রকাশ করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।