1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
ডায়াবেটিক হাসপাতালকে ঘিরে মির্জা কোরেশীর দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা ছিল প্রকাশ্যে - দৈনিক কুমিল্লার ডাক
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
Title :
চৌদ্দগ্রামে সিঁদ কেটে বসতঘর থেকে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি ডেঙ্গু আক্রান্ত্র হয়ে চৌদ্দগ্রামে শিবির নেতার মৃত্যু পদুয়ার বাজারে মাছের মেলা : সপ্তাহে দু’দিন কোটি টাকার বেচাকেনা চৌদ্দগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসী রাজীব ও শাহীনকে আটক করেছে সেনাবাহিনী সামান্য বালুর জন্য শিশুকে ডোবাতে ফেলে দিলেন শিক্ষক, ভিডিও ভাইরাল সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদার যুবদল নেতা পিয়ালের মৃত্য : বন্ধু ও রাজনৈতিক অঙ্গনে শোকের মাতম বিএনপি-জামায়াত দন্ধে পুনর্বাসন হচ্ছে আওয়ামী লীগ চৌদ্দগ্রামে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছ্বেদ, সরকারি জায়গা উদ্ধার

ডায়াবেটিক হাসপাতালকে ঘিরে মির্জা কোরেশীর দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা ছিল প্রকাশ্যে

নিজস্ব প্রতিবেদক :
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৩২০১ Time View

মির্জা মোহাম্মদ কোরেশী, কুমিল্লা গণপূর্ত বিভাগের (ডিডব্লিউডি) একজন সাধারণ ঠিকাদার হিসাবেই পরিচিত ছিলেন। কিন্তু ৬ বছর আগে সাবেক এমপি আ.ক.ম বাহাউদ্দিনের বদন্যতায় বনেযান সমাজসেবক। কুমিল্লা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পরই শুরু করেন চরম স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অনিয়ম। কামিয়েছেন শতকোটি টাকা। ৫ আগস্ট এই অপকর্মের কারণে জনরোষের শিকার হয়ে বাড়ি ছেড়ে সপরিবারে পালিয়ে যান মহানগর আওয়ামী লীগ সদস্য মির্জা মোহাম্মদ কোরেশী।

অভিযোগ রয়েছে, দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচারিতা করে শত কোটি টাকা কামিয়েছেন মির্জা কোরেশী। সাবেক

সাংসদ বাহারের ঘনিষ্টজন বলে দীর্ঘদিন ধরে বগলদাবা করে রেখেছিলেন ডায়বেটিকস এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের পদটিও। নগরীর কাপ্তান বাজার সিএনজি স্ট্যান্ডের কাছে তার ঠিকাদারী অফিস। সেই অফিসে বসে সম্ভব সব রকম অনিয়ম দুর্নীতি করে কামিয়েছেন শত কোটি টাকা। শুধু তাই নয় মির্জা কোরেশীর বিরাগভাজন হওয়ায় বহু সাব ঠিকাদার তাদের বিল পায়নি। বিলের জন্য কোরেশীর দ্বারস্থ হয়েও বিল না পেয়ে অনেকে পথে বসেছেন, আবার অনেক রোগে শোকে ভুগতে ভুগতে চলে গেছেন পরপারে।

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার ঠিকাদার জাহাঙ্গীর আলম। মির্জা কোরেশীর অধীনে বিভিন্ন প্রকল্পের কাজ করতেন।

ভবন এলাকা একটি কাজ শেষ করে ঠিকাদার জাহাঙ্গীর আলম তার পাওনা ৭ লাখ টাকা চাইলে মির্জা – কোরেশী সেই টাকা পরিশোধ করেন নি। – এ নিয়ে বছরের পর বছর ঘুরেও পাওনা – টাকা আদায় করতে পারেন নি। স্ত্রী তিন কন্যা নিয়ে বিপাকে পরে যান জাহাঙ্গীর। ” ঋণ পরিশোধের চিন্তা, সংসারের খরচ – মেটানো এসব ভাবতে ভাবতে রোগে শোকে ভুগে ২০২০ সালে তিনি মারা যান। পাওনা টাকার জন্য সাবেক সাংসদ ও তার মেয়ে সাবেক সিটি মেয়র – তাহসীন বাহারের কাছে ধর্ণা দিয়েও সে টাকা উদ্ধার করতে পারেন নি প্রয়াত জাহাঙ্গীর আলমের স্ত্রী ও কন্যারা। এমন আরো অভিযোগ রয়েছে মির্জা কোরেশীর বিরুদ্ধে।

এদিকে গণপূর্ত অধিদফতরের একাধিক ঠিকাদর ও কর্মকর্তা অভিযোগ করে বলেন, সাবেক সাংসদ বাহারের প্রভাবে এই দফতরের কোন কাজই কোরেশীর বাইরে কেউ পেতেন না। অনিয়ম দুর্নীতির মাধ্যমে ঠিকাদারী কাজ করে কোটি কোটি টাকা কামিয়েছেন মির্জা কোরেশী। তার কোন জবাবদিহি ছিলো না। শুধু ঠিকাদারীতেই অনিয়ম করেন নি, মির্জা কোরায়েশী ডায়াবেটিকস হাসপাতালের সাধারণ সম্পাদক হয়ে অনিয়ম দুর্নীতি করেছেন সমানতালে।

ডায়াবেটিকস হাসপাতালের একাধিক নিরাপত্তাকর্মী জানান, মির্জা কোরায়েশী স্টাফদের সাথে চরম দুর্ব্যবহার করতেন। সমাজসেবামূলক অফিসটাকে মহানগর আওয়ামী লীগের পার্টি অফিসের মতো ব্যবহার করতেন। কুমিল্লা ডায়বেটিকস হসপিতালের প্রতিষ্ঠাতা ডাঃ জোবায়দা হান্নানের নামটি বাদ দেয়ার নেপথ্য যে কজন ভূমিকা রেখেছিলেন তার মধ্যে মির্জা কোরেশী অন্যতম ছিলেন।

কুমিল্লা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদকের পদটি অবৈতনিক। এখান থেকে কোন ধরণের বেতন, ভাতা বা সম্মানি নেওয়ার বিধি নেই। কিন্তু তাই বলে ডায়াবেটিক হাসপাতাল লুটপাট চালাতে কোন অংশে কম করেননি মির্জা কোরেশী। ক্রয় কমিটিকে মেনেজ করে কোন প্রকার দরপত্র ছাড়াই যন্ত্রপাতি ৪ কিনেছেন নিজের ইচ্ছামত। সংস্কারের নামে নিজের ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে কাজ করিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকার বিল। তাছাড়া বিভিন্ন দিবস ও ঈদকে কেন্দ্র করে কোরেশীর অনুদান বাণিজ্য ছিল প্রকাশ্যে। নামি দামী ওষুধ কোম্পানীগুলোর কাজ থেকে জোর করে আদায় করতেন উপহারের নামে নগদ টাকা। তার এই অনিয়মের বিষয়গুলো ধামাচাপা দিতেন সদ্য প্রয়াত কোষাধ্যক্ষ প্রবাল শেখর মিঠু, ক্রয় কমিটির সদস্য সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল।

কুমিল্লা ডায়বেটিকস হাসপাতালের – অনিয়ম দুর্নীতি নিয়ে হাসপাতালটির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব বিএনপি নেতা মোস্তাক মিয়া বলেন, গত ৬ বছরে মির্জা কোরেশীর নেতৃত্ব বহু দুর্নীতি করা হয়েছে। ডাঃ জোবায়েদা হান্নানের গড়া প্রতিষ্ঠানটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আমরা আগের সব কাগজপত্র ঘেটে দেখতেছি। দুর্নীতি বেরিয়ে আসতেছে। সব কাগজপত্র দেখার পর আরো দুর্নীতি বের হবে।

এদিকে, বৈষম্য বিরোধী আন্দোলনে তার ভূমিকা থাকায় তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম জানান, মির্জা কোরেশীর বিরুদ্ধে তদন্ত চলছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com